ইসরায়েলি নজরদারি অ্যাপ পেগাসাসের নির্মাতা কোম্পানি এনএসও গ্রুপের ক্লাউড অবকাঠামো বন্ধ করে দিয়েছে অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে তারা দ্য গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।
এ নিয়ে অ্যামজনের ওয়েব সার্ভিসের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, যখন আমরা ঘটনাটি শুনেছি আমরা তখনই দ্রুত এনএসও গ্রুপের ক্লাইড অবকাঠামো এবং সব অ্যাকাউন্ট বন্ধ করে দেই।
পেগাসাসের প্রথম সংস্করণটি আবিষ্কার করা হয় ২০১৬ সালে। টেক্সট বা ইমেইলের মাধ্যমে ফোনে প্রবেশের লক্ষ্য ছিল এই ম্যালওয়্যার। সেই মেসেজ বা ইমেইল ওপেন করলেই ম্যালওয়্যারটি সক্রিয় হয়ে যায়। তবে এখন এর ক্ষমতা আরও উন্নত হয়েছে। পেগাসাসকে এখন আর ক্লিকের ওপর নির্ভর করতে হয় না। ক্লিক ছাড়াই ফোনে প্রবেশ করার ক্ষমতা আছে।
ইসরায়েলি নজরদারি অ্যাপ পেগাসাসের নির্মাতা কোম্পানি এনএসও গ্রুপের ক্লাউড অবকাঠামো বন্ধ করে দিয়েছে অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে তারা দ্য গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।
এ নিয়ে অ্যামজনের ওয়েব সার্ভিসের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, যখন আমরা ঘটনাটি শুনেছি আমরা তখনই দ্রুত এনএসও গ্রুপের ক্লাইড অবকাঠামো এবং সব অ্যাকাউন্ট বন্ধ করে দেই।
পেগাসাসের প্রথম সংস্করণটি আবিষ্কার করা হয় ২০১৬ সালে। টেক্সট বা ইমেইলের মাধ্যমে ফোনে প্রবেশের লক্ষ্য ছিল এই ম্যালওয়্যার। সেই মেসেজ বা ইমেইল ওপেন করলেই ম্যালওয়্যারটি সক্রিয় হয়ে যায়। তবে এখন এর ক্ষমতা আরও উন্নত হয়েছে। পেগাসাসকে এখন আর ক্লিকের ওপর নির্ভর করতে হয় না। ক্লিক ছাড়াই ফোনে প্রবেশ করার ক্ষমতা আছে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে