Ajker Patrika

টোকিও অলিম্পিকে বাস্কেটবল রোবট

প্রযুক্তি ডেস্ক
টোকিও অলিম্পিকে বাস্কেটবল রোবট

জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।

টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়। ২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।

টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবটকিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।

এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।

এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত