প্রযুক্তি ডেস্ক
জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।
টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়। ২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।
কিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।
এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।
জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।
টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়। ২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।
কিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।
এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে