Ajker Patrika

সার্ভার ডাউনের কারণে কমতে শুরু করেছে ফেসবুকের শেয়ার

সার্ভার ডাউনের কারণে কমতে শুরু করেছে ফেসবুকের শেয়ার

সার্ভার ডাউনের পর থেকে আন্তর্জাতিক শেয়ার বাজারে নামতে শুরু করেছে ফেসবুকের শেয়ার। জানা যায়, শেয়ার বাজারে ফেসবুকের প্রতিদিনের প্রায় ২ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। সোমবার বিকেলে এর লেনদেন কমেছে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। বিগত এক বছরের মধ্যে ফেসবুকের সবচেয়ে খারাপ দিন যাচ্ছে এটি। 

বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টা থেকে ফেসবুক মালিকানাধীন সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের সার্ভার ডাউন হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মের সার্ভারই ডাউন পাওয়া যাচ্ছে।

ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্যদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছে, ফেসবুকের সব প্ল্যাটফর্মেই সমস্যা হয়েছে। সেখানে মন্তব্যের ঘরে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং অন্যান্য দেশ থেকে ফেসবুকে ঢুকতে না পারার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে কোনো বার্তাও দেওয়া হচ্ছে না। 

এ বিষয়ে ফেসবুক টুইট করে বলেছে, কিছু মানুষ আমাদের অ্যাপস এবং প্রোডাক্টে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা যতো দ্রুত সম্ভব পুরো সিস্টেম স্বাভাবিক অবস্থায় আনতে চেষ্টা করছি। যে কোনো সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

এদিকে এমন পরিস্থিতির প্রভাব পড়ছে ফেসবুক সংশ্লিষ্ট সবখানেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত