Ajker Patrika

চ্যাটজিপিটির কোন মডেল কখন ব্যবহার করবেন, জানাল ওপেনএআই

অনলাইন ডেস্ক
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে চ্যাটিজিপিটির ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। ছবি: মেক ইউজ অব
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে চ্যাটিজিপিটির ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। ছবি: মেক ইউজ অব

চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।

ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।

জিপিটি–৪ ও

ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।

সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫

চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।

ওপেনএআইয়ের রিজনিং মডেল

জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।

অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।

ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা

সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।

বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।

তথ্যসূত্র: লাইফ হ্যাকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত