অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
জিপিটি–৪ ও
ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।
সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।
ওপেনএআইয়ের রিজনিং মডেল
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।
অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।
বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার
চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
জিপিটি–৪ ও
ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।
সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।
ওপেনএআইয়ের রিজনিং মডেল
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।
অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।
বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
২ দিন আগে