Ajker Patrika

সন্তানদের ইউটিউব অ্যাকাউন্টে বাবা-মার নজরদারির সুযোগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ২৩
সন্তানদের ইউটিউব অ্যাকাউন্টে বাবা-মার নজরদারির সুযোগ

সন্তানদের ডিজিটাল কার্যক্রমের ওপর নজর রাখার জন্য নতুন ফিচার চালু করছে ইউটিউব। নতুন আপডেটের মাধ্যমে অভিভাবকদের ইউটিউব অ্যাকাউন্ট সন্তানদের অ্যাকাউন্টের সঙ্গে লিংক বা যুক্ত করা যাবে। ফলে কিশোর–কিশোরী ইউটিউব কীভাবে ব্যবহার করছে তা জানতে পারবেন অভিভাবকেরা। 

নতুন ফিচারটি ইউটিউবের ফ্যামিলি সেন্টার হাবের অংশ। এই ফিচার বিশ্বজুড়ে চালু করা হবে। ইউটিউবে সন্তানদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে এটি সাহায্য করবে। এই ফিচারের মাধ্যমে সন্তানরা কতগুলো ভিডিও তারা আপলোড করেছে, কোন চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করেছে এবং কোন মন্তব্যে পোস্ট করছে তা জানতে পারবেন অভিভাবকেরা। 

এ ছাড়া সন্তানরা কোনো ভিডিও আপলোড করলে বা লাইভ স্ট্রিম শুরু করলেই অভিভাবকদের ইমেইলে একটি নোটিফিকেশন পাঠানো হবে। নোটিফিকেশনগুলো অভিভাবকদের সন্তানের কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার সুযোগ দেবে। 

ইউটিউব ইতিমধ্যেই তুলনামূলক ছোট শিশুদের তত্ত্বাবধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন আপডেটের মাধ্যমে সেই ধরনের তত্ত্বাবধানের সুযোগ কিশোর–কিশোরীদের ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছে। কেবল কিশোর–কিশোরীদের কার্যক্রম পর্যবেক্ষণ করাই এই উদ্যোগের লক্ষ্য নয়, বরং তাদের স্বাধীনভাবে ইউটিউব ব্যবহার করতে দিয়েও অভিভাবকেরা তাদের সন্তানদের কার্যক্রম সম্পর্কে তথ্য পাবে। 

এটি কিশোর–কিশোরী ও অভিভাবকদের উভয়ের জন্যই সুযোগ তৈরি করে দেয়। সন্তানেরা অনলাইনে কী দেখছে এবং কী শেয়ার করছে সে বিষয়ে খোলামেলা আলোচনার সুযোগ দেবে এই ফিচার। 

শিশু বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে ফিচারটি তৈরি করেছে ইউটিউব। বিশেষজ্ঞদের মতে, ফিচারটি কিশোর–কিশোরীদের মতামত প্রকাশের যথেষ্ট সুযোগ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে। 

এই আপডেট সম্পর্কে ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের শিশু বিশেষজ্ঞ এলেনসেলকি বলেন, কিশোর–কিশোরীদের নিজের বেড়ে উঠতে দেওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি অভিভাবকেরা সহযোগিতার জন্য পাশে থাকবেন তা জানা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, ইউটিউবের নতুন ফিচারগুলো অভিভাবক এবং তরুণদের অনলাইন কার্যক্রম সম্পর্কে সম্মিলিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 

নতুন পদক্ষেপটি ইউটিউবের বৃহত্তর প্রচেষ্টার অংশ, যা তরুণ ব্যবহারকারীদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করার দিকে দীর্ঘদিন ধরে মনোনিবেশ করেছে। তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকগুলো ফিচার চালু করেছে ইউটিউব। যেমন: ইউটিউব এমন ভিডিওর সুপারিশ সীমিত করে যা বারবার দেখলে শিশুদের ক্ষতি হতে পারে। 

ফ্যামিলি সেন্টারের মাধ্যমে অভিভাবকদের সন্তানদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন টুল চালু করেছে ইউটিউব। তবে এসব টুল কিশোর–কিশোরীদের সৃজনশীলতা বা স্বাধীনতা রোধ না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত