হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন বলা হয়েছে, ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা গোপন রাখার অভিযোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।
এর আগে ২০১৪ সালে উবার থেকে ৫০ হাজার গ্রাহকের তথ্য চুরির ঘটনায় নিজেদের সাইবার নিরাপত্তা বাড়াতে উবার ২০১৬ সালে জোসেফ সালিভানকে তাদের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। জানা যায়, সালিভানকে উবারে নিয়োগ দেওয়ার কয়েক মাসের মাথায় হ্যাকাররা তথ্য চুরির ঘটনাটি ঘটায়।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা জানান, ২০১৬ সালে তথ্য চুরির ঘটনা জানতে পারার পর সালিভান তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে গোপন রাখার পরিকল্পনা করেন। উল্লেখ্য, ফেডারেল ট্রেড কমিশন ২০১৪ সালের তথ্য চুরির ঘটনা তদন্তের দায়িত্বে ছিল।
এ ছাড়া সালিভান হ্যাকারদের সঙ্গে বাগ বাউন্টি বা প্রোগ্রামে সমস্যা খুঁজে বের করার নাম করে ১০ হাজার ডলারের একটি চুক্তি করেছিলেন, যাতে তারা হ্যাকিংয়ের ঘটনাটি জনসম্মুখে প্রকাশ না করে।
ওই ঘটনায় ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয় এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে, এই প্রথমবারের মতো হ্যাকিংয়ের কারণে উবার তাদের নিজেদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হিন্ডস কাউন্টির আইনজীবীদের একটি সংস্থা জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্রযুক্তি সংস্থাগুলো ব্যবহারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। আমরা আশা করছি, ওই সংস্থাগুলো গ্রাহকদের তথ্যের নিরাপত্তা দেবে এবং কখনো যদি তথ্য চুরির মতো ঘটনা ঘটে, তবে তা যেন সঙ্গে সঙ্গে গ্রাহককে অবগত করে।
হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন বলা হয়েছে, ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা গোপন রাখার অভিযোগে গত বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।
এর আগে ২০১৪ সালে উবার থেকে ৫০ হাজার গ্রাহকের তথ্য চুরির ঘটনায় নিজেদের সাইবার নিরাপত্তা বাড়াতে উবার ২০১৬ সালে জোসেফ সালিভানকে তাদের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। জানা যায়, সালিভানকে উবারে নিয়োগ দেওয়ার কয়েক মাসের মাথায় হ্যাকাররা তথ্য চুরির ঘটনাটি ঘটায়।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা জানান, ২০১৬ সালে তথ্য চুরির ঘটনা জানতে পারার পর সালিভান তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে গোপন রাখার পরিকল্পনা করেন। উল্লেখ্য, ফেডারেল ট্রেড কমিশন ২০১৪ সালের তথ্য চুরির ঘটনা তদন্তের দায়িত্বে ছিল।
এ ছাড়া সালিভান হ্যাকারদের সঙ্গে বাগ বাউন্টি বা প্রোগ্রামে সমস্যা খুঁজে বের করার নাম করে ১০ হাজার ডলারের একটি চুক্তি করেছিলেন, যাতে তারা হ্যাকিংয়ের ঘটনাটি জনসম্মুখে প্রকাশ না করে।
ওই ঘটনায় ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয় এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে, এই প্রথমবারের মতো হ্যাকিংয়ের কারণে উবার তাদের নিজেদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হিন্ডস কাউন্টির আইনজীবীদের একটি সংস্থা জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্রযুক্তি সংস্থাগুলো ব্যবহারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। আমরা আশা করছি, ওই সংস্থাগুলো গ্রাহকদের তথ্যের নিরাপত্তা দেবে এবং কখনো যদি তথ্য চুরির মতো ঘটনা ঘটে, তবে তা যেন সঙ্গে সঙ্গে গ্রাহককে অবগত করে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৯ ঘণ্টা আগে