অনলাইন ডেস্ক
পড়াশোনো বা কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় মেসেজ, ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নোটিফিকেশন বিরক্ত করতে পারে আপনাকে। তবে এসব নোটিফিকেশন বন্ধ করার সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করে এটি খুব সহজেই করা যায়।
এ ছাড়া ‘অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স’ নামের একটি ফিচার ব্যবহার করে এ মোডের সময়সূচিও নির্ধারণ করা যায়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও ক্রোমবুকে এই ফিচার ডিফল্ট হিসেবে থাকে।
দুই উপায়ে ডু নট ডিস্টার্ব মোড চালু করা যায়। এর মধ্যে রয়েছে ‘কুয়েক সেটিংস’ ফিচার ও সেটিংস অ্যাপ।
কুয়েক সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস প্যানেল থেকে ওয়াইফাইম ব্লুটুথসহ ডু নট ডিস্টার্ব মোড চালু বা বন্ধ করা যায়। দুই পদ্ধতির মধ্যে এটিই সবচেয়ে সহজ পদ্ধতি। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.অ্যান্ড্রয়ড ডিভাইস আনলক করুন ও স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে টানুন। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস ফিচার প্যানেল চালু কর।
২. প্যানেলটি ডানপাশে স্ক্রল করে ডু নট ডিস্টার্ব মোডটি খুঁজে বের করুন। এটি ‘DND’ হিসেবে লেখা থাকএ।
৩. এই অপশনে ট্যাপ করুন ও চালু করুন।
৪. ফিচারটি চালু হলে ফোনের স্ক্রিনের ওপরে স্ট্যাটাস বারে (যেখানে নেটওয়ার্ক, ব্যাটারির পারসেন্টেজেরন মতো তথ্য থাকে) সেটি দেখা যাবে।
ফিচারটি বন্ধ করতে চাইলে ‘DND’ আইকোনের ওপর পুনরায় ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
১.ফোনের সেটিংস অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘সাউন্ড অ্যান্ড ভাইবেশন’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ডু নট ডিস্টার্ব’ অপশনে ট্যাপ করুন।
৪. স্ক্রিনের একদম ওপরে থাখা ‘টার্ন অন নাও’ অপশনে ট্যাপ করুন।
ডু নট ডিস্টাবং ফিচার চালু করলে বিভিন্ন নোটিফিকেশন দেখানো হবে না। তবে অ্যালার্ম ও ক্যালেন্ডারের নোটিফিকেশন দেখানো হবে।
ফোনের সব নোটিফিকেশ বন্ধ করতে চায় না অনেকেই। সেক্ষেত্রে নিদির্ষ্ট অ্যাপের ডু নট ডিস্টার্ব মোডে ব্যতিক্রম পদ্ধতি অনুসরণের সুযোগও রয়েছে। এজন্য ‘টার্ন অন নাও’ বাটনের নিচের অপশনে চাপ দিলে কোন কোন অ্যাপের নোটিফিকেশনে চালু রাখবেন সে অপশনও রয়েছে।
ফিচারটি শিডিউল করবেন যেভাবে
১. সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘শিডিউল’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
এর ফলে শিডিউলের একটি তালিকা দেখা যাবে। তালিকা থেকে পছন্দের অপশনটি বেছে নিতে এর পাশের টগল বাটনে ট্যাপ করুন।
স্লিপিং: ম্যানুয়ালি সেট করা ঘুমের সময়ে সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
ইভেন্টস: ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখের কোনো ইভেন্টের সময়ে নোটিফিকেশন বন্ধ করা যাবে।
গেমিং: গেম খেলার সময় নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
ড্রাইভিং মোড: গাড়ি চালানো ফোন শনাক্ত করলেই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
অ্যাড মোর: নিজের একটি সময়সূচি তৈরি করা যাবে। নিজের মতো কাস্টম শিডিউল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
• ‘অ্যাড মোর মোর’ অপশনে ট্যাপ করুন ও টাইম অপশন নির্বাচন করুন।
• শিডিউলের জন্য একটি নাম টাইপ করুন ও অ্যাড অপশনে ট্যাপ করুন।
• ‘ডে’ অপশন থেকে সপ্তাহের কোন কোন দিন ফিচারটি চালু রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান অপশনে ট্যাপ করুন।
•স্টার্ট ও এন্ড অপশনের মাধ্যমে ফিচারটি চালু ও বন্ধ করার সময় নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
পড়াশোনো বা কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় মেসেজ, ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নোটিফিকেশন বিরক্ত করতে পারে আপনাকে। তবে এসব নোটিফিকেশন বন্ধ করার সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করে এটি খুব সহজেই করা যায়।
এ ছাড়া ‘অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স’ নামের একটি ফিচার ব্যবহার করে এ মোডের সময়সূচিও নির্ধারণ করা যায়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও ক্রোমবুকে এই ফিচার ডিফল্ট হিসেবে থাকে।
দুই উপায়ে ডু নট ডিস্টার্ব মোড চালু করা যায়। এর মধ্যে রয়েছে ‘কুয়েক সেটিংস’ ফিচার ও সেটিংস অ্যাপ।
কুয়েক সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস প্যানেল থেকে ওয়াইফাইম ব্লুটুথসহ ডু নট ডিস্টার্ব মোড চালু বা বন্ধ করা যায়। দুই পদ্ধতির মধ্যে এটিই সবচেয়ে সহজ পদ্ধতি। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.অ্যান্ড্রয়ড ডিভাইস আনলক করুন ও স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে টানুন। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস ফিচার প্যানেল চালু কর।
২. প্যানেলটি ডানপাশে স্ক্রল করে ডু নট ডিস্টার্ব মোডটি খুঁজে বের করুন। এটি ‘DND’ হিসেবে লেখা থাকএ।
৩. এই অপশনে ট্যাপ করুন ও চালু করুন।
৪. ফিচারটি চালু হলে ফোনের স্ক্রিনের ওপরে স্ট্যাটাস বারে (যেখানে নেটওয়ার্ক, ব্যাটারির পারসেন্টেজেরন মতো তথ্য থাকে) সেটি দেখা যাবে।
ফিচারটি বন্ধ করতে চাইলে ‘DND’ আইকোনের ওপর পুনরায় ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
১.ফোনের সেটিংস অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘সাউন্ড অ্যান্ড ভাইবেশন’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ডু নট ডিস্টার্ব’ অপশনে ট্যাপ করুন।
৪. স্ক্রিনের একদম ওপরে থাখা ‘টার্ন অন নাও’ অপশনে ট্যাপ করুন।
ডু নট ডিস্টাবং ফিচার চালু করলে বিভিন্ন নোটিফিকেশন দেখানো হবে না। তবে অ্যালার্ম ও ক্যালেন্ডারের নোটিফিকেশন দেখানো হবে।
ফোনের সব নোটিফিকেশ বন্ধ করতে চায় না অনেকেই। সেক্ষেত্রে নিদির্ষ্ট অ্যাপের ডু নট ডিস্টার্ব মোডে ব্যতিক্রম পদ্ধতি অনুসরণের সুযোগও রয়েছে। এজন্য ‘টার্ন অন নাও’ বাটনের নিচের অপশনে চাপ দিলে কোন কোন অ্যাপের নোটিফিকেশনে চালু রাখবেন সে অপশনও রয়েছে।
ফিচারটি শিডিউল করবেন যেভাবে
১. সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব অপশনে ট্যাপ করুন।
২. এরপর ‘শিডিউল’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
এর ফলে শিডিউলের একটি তালিকা দেখা যাবে। তালিকা থেকে পছন্দের অপশনটি বেছে নিতে এর পাশের টগল বাটনে ট্যাপ করুন।
স্লিপিং: ম্যানুয়ালি সেট করা ঘুমের সময়ে সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
ইভেন্টস: ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখের কোনো ইভেন্টের সময়ে নোটিফিকেশন বন্ধ করা যাবে।
গেমিং: গেম খেলার সময় নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
ড্রাইভিং মোড: গাড়ি চালানো ফোন শনাক্ত করলেই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
অ্যাড মোর: নিজের একটি সময়সূচি তৈরি করা যাবে। নিজের মতো কাস্টম শিডিউল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
• ‘অ্যাড মোর মোর’ অপশনে ট্যাপ করুন ও টাইম অপশন নির্বাচন করুন।
• শিডিউলের জন্য একটি নাম টাইপ করুন ও অ্যাড অপশনে ট্যাপ করুন।
• ‘ডে’ অপশন থেকে সপ্তাহের কোন কোন দিন ফিচারটি চালু রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান অপশনে ট্যাপ করুন।
•স্টার্ট ও এন্ড অপশনের মাধ্যমে ফিচারটি চালু ও বন্ধ করার সময় নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
৩৬ মিনিট আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
২ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৮ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে