ফিচার ডেস্ক
নকল ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো হওয়ায় ভুয়া ওয়েবসাইট চেনা বেশ কঠিন। তাই এগুলো চিনতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ছোট কিছু কাজ করলেই আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।
ইউআরএল সতর্কতা
ওয়েবসাইটে ঢোকার আগে ইউআরএল ঠিকভাবে দেখে নিন। আসল ওয়েবসাইটের ইউআরএল সাধারণত এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, যেখানে ‘এস’-এর মাধ্যমে জানানো হয়, সাইটটি নিরাপদ। ইউআরএলে শুধু এইচটিটিপি থাকলে সেটা সন্দেহজনক হতে পারে।
বানান চেক করা
অনেক সময় নকল ওয়েবসাইটে নামের বানানে ভুল থাকে। প্রায় একই ধরনের নাম ব্যবহার করা হয় নকল ওয়েবসাইটে। তাই ওয়েবসাইট বিষয়ে সন্দেহ হলে বানান দেখে নিতে পারেন।
লোগো ও ডিজাইন
ভুয়া ওয়েবসাইটগুলো আসল প্রতিষ্ঠানের লোগো ও ডিজাইন হুবহু নকল করে। সেখানে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। লোগো বা ছবি যদি অস্পষ্ট থাকে, তবে সেটি সন্দেহজনক হতে পারে।
যোগাযোগ করা
যদি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইটে যান, তাহলে সেই ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে সেটি সঠিক কি না, তা অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ছাড়া সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে কল করে নিশ্চিত হওয়া যায়, ওয়েবসাইটটি আসল, নাকি নকল।
নিরাপদ ব্রাউজিং অভ্যাস
পপ-আপ এবং বিজ্ঞাপনের ক্লিক করা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ব্রাউজারের নিরাপত্তা সেটিংসে পপ-আপ ব্লকিং ফিচার অন করে রাখুন। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
ওয়েবসাইট চেকার ব্যবহার করা
অনলাইন ওয়েবসাইট চেকারগুলো আসল-নকল ওয়েবসাইট ধরতে সহায়ক। অনেক সাইট, যেমন ভাইরাস টোটাল, গুগল সেফ ব্রাউজিং ইউআরএল ভয়েডের মাধ্যমে নিরাপদ সাইট নিশ্চিত হওয়া যায়। এই চেকারগুলোতে ওয়েবসাইটের সুরক্ষা যাচাই করার জন্য উপযুক্ত টুলস পাওয়া যায়।
রিভিউ ও রেটিং দেখা
আপনি কোনো নতুন ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান, তাহলে তার রিভিউ এবং রেটিং চেক করে নিন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটটির বিষয়ে গ্রাহকেরা কী বলছে, তা-ও দেখে নিতে পারেন।
এভাবে সতর্ক থেকে বড় সাইবার অপরাধ বিষয়ে রক্ষা পাওয়া সম্ভব। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে বিপদ এড়ানো সম্ভব।
সূত্র: ডিজিসার্ট
নকল ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো হওয়ায় ভুয়া ওয়েবসাইট চেনা বেশ কঠিন। তাই এগুলো চিনতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ছোট কিছু কাজ করলেই আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।
ইউআরএল সতর্কতা
ওয়েবসাইটে ঢোকার আগে ইউআরএল ঠিকভাবে দেখে নিন। আসল ওয়েবসাইটের ইউআরএল সাধারণত এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, যেখানে ‘এস’-এর মাধ্যমে জানানো হয়, সাইটটি নিরাপদ। ইউআরএলে শুধু এইচটিটিপি থাকলে সেটা সন্দেহজনক হতে পারে।
বানান চেক করা
অনেক সময় নকল ওয়েবসাইটে নামের বানানে ভুল থাকে। প্রায় একই ধরনের নাম ব্যবহার করা হয় নকল ওয়েবসাইটে। তাই ওয়েবসাইট বিষয়ে সন্দেহ হলে বানান দেখে নিতে পারেন।
লোগো ও ডিজাইন
ভুয়া ওয়েবসাইটগুলো আসল প্রতিষ্ঠানের লোগো ও ডিজাইন হুবহু নকল করে। সেখানে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। লোগো বা ছবি যদি অস্পষ্ট থাকে, তবে সেটি সন্দেহজনক হতে পারে।
যোগাযোগ করা
যদি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইটে যান, তাহলে সেই ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে সেটি সঠিক কি না, তা অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ছাড়া সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে কল করে নিশ্চিত হওয়া যায়, ওয়েবসাইটটি আসল, নাকি নকল।
নিরাপদ ব্রাউজিং অভ্যাস
পপ-আপ এবং বিজ্ঞাপনের ক্লিক করা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ব্রাউজারের নিরাপত্তা সেটিংসে পপ-আপ ব্লকিং ফিচার অন করে রাখুন। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
ওয়েবসাইট চেকার ব্যবহার করা
অনলাইন ওয়েবসাইট চেকারগুলো আসল-নকল ওয়েবসাইট ধরতে সহায়ক। অনেক সাইট, যেমন ভাইরাস টোটাল, গুগল সেফ ব্রাউজিং ইউআরএল ভয়েডের মাধ্যমে নিরাপদ সাইট নিশ্চিত হওয়া যায়। এই চেকারগুলোতে ওয়েবসাইটের সুরক্ষা যাচাই করার জন্য উপযুক্ত টুলস পাওয়া যায়।
রিভিউ ও রেটিং দেখা
আপনি কোনো নতুন ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান, তাহলে তার রিভিউ এবং রেটিং চেক করে নিন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটটির বিষয়ে গ্রাহকেরা কী বলছে, তা-ও দেখে নিতে পারেন।
এভাবে সতর্ক থেকে বড় সাইবার অপরাধ বিষয়ে রক্ষা পাওয়া সম্ভব। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে বিপদ এড়ানো সম্ভব।
সূত্র: ডিজিসার্ট
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৩ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৩ ঘণ্টা আগে