ফিচার ডেস্ক
নকল ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো হওয়ায় ভুয়া ওয়েবসাইট চেনা বেশ কঠিন। তাই এগুলো চিনতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ছোট কিছু কাজ করলেই আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।
ইউআরএল সতর্কতা
ওয়েবসাইটে ঢোকার আগে ইউআরএল ঠিকভাবে দেখে নিন। আসল ওয়েবসাইটের ইউআরএল সাধারণত এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, যেখানে ‘এস’-এর মাধ্যমে জানানো হয়, সাইটটি নিরাপদ। ইউআরএলে শুধু এইচটিটিপি থাকলে সেটা সন্দেহজনক হতে পারে।
বানান চেক করা
অনেক সময় নকল ওয়েবসাইটে নামের বানানে ভুল থাকে। প্রায় একই ধরনের নাম ব্যবহার করা হয় নকল ওয়েবসাইটে। তাই ওয়েবসাইট বিষয়ে সন্দেহ হলে বানান দেখে নিতে পারেন।
লোগো ও ডিজাইন
ভুয়া ওয়েবসাইটগুলো আসল প্রতিষ্ঠানের লোগো ও ডিজাইন হুবহু নকল করে। সেখানে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। লোগো বা ছবি যদি অস্পষ্ট থাকে, তবে সেটি সন্দেহজনক হতে পারে।
যোগাযোগ করা
যদি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইটে যান, তাহলে সেই ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে সেটি সঠিক কি না, তা অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ছাড়া সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে কল করে নিশ্চিত হওয়া যায়, ওয়েবসাইটটি আসল, নাকি নকল।
নিরাপদ ব্রাউজিং অভ্যাস
পপ-আপ এবং বিজ্ঞাপনের ক্লিক করা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ব্রাউজারের নিরাপত্তা সেটিংসে পপ-আপ ব্লকিং ফিচার অন করে রাখুন। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
ওয়েবসাইট চেকার ব্যবহার করা
অনলাইন ওয়েবসাইট চেকারগুলো আসল-নকল ওয়েবসাইট ধরতে সহায়ক। অনেক সাইট, যেমন ভাইরাস টোটাল, গুগল সেফ ব্রাউজিং ইউআরএল ভয়েডের মাধ্যমে নিরাপদ সাইট নিশ্চিত হওয়া যায়। এই চেকারগুলোতে ওয়েবসাইটের সুরক্ষা যাচাই করার জন্য উপযুক্ত টুলস পাওয়া যায়।
রিভিউ ও রেটিং দেখা
আপনি কোনো নতুন ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান, তাহলে তার রিভিউ এবং রেটিং চেক করে নিন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটটির বিষয়ে গ্রাহকেরা কী বলছে, তা-ও দেখে নিতে পারেন।
এভাবে সতর্ক থেকে বড় সাইবার অপরাধ বিষয়ে রক্ষা পাওয়া সম্ভব। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে বিপদ এড়ানো সম্ভব।
সূত্র: ডিজিসার্ট
নকল ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো হওয়ায় ভুয়া ওয়েবসাইট চেনা বেশ কঠিন। তাই এগুলো চিনতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ছোট কিছু কাজ করলেই আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।
ইউআরএল সতর্কতা
ওয়েবসাইটে ঢোকার আগে ইউআরএল ঠিকভাবে দেখে নিন। আসল ওয়েবসাইটের ইউআরএল সাধারণত এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, যেখানে ‘এস’-এর মাধ্যমে জানানো হয়, সাইটটি নিরাপদ। ইউআরএলে শুধু এইচটিটিপি থাকলে সেটা সন্দেহজনক হতে পারে।
বানান চেক করা
অনেক সময় নকল ওয়েবসাইটে নামের বানানে ভুল থাকে। প্রায় একই ধরনের নাম ব্যবহার করা হয় নকল ওয়েবসাইটে। তাই ওয়েবসাইট বিষয়ে সন্দেহ হলে বানান দেখে নিতে পারেন।
লোগো ও ডিজাইন
ভুয়া ওয়েবসাইটগুলো আসল প্রতিষ্ঠানের লোগো ও ডিজাইন হুবহু নকল করে। সেখানে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। লোগো বা ছবি যদি অস্পষ্ট থাকে, তবে সেটি সন্দেহজনক হতে পারে।
যোগাযোগ করা
যদি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইটে যান, তাহলে সেই ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে সেটি সঠিক কি না, তা অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ছাড়া সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে কল করে নিশ্চিত হওয়া যায়, ওয়েবসাইটটি আসল, নাকি নকল।
নিরাপদ ব্রাউজিং অভ্যাস
পপ-আপ এবং বিজ্ঞাপনের ক্লিক করা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ব্রাউজারের নিরাপত্তা সেটিংসে পপ-আপ ব্লকিং ফিচার অন করে রাখুন। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।
ওয়েবসাইট চেকার ব্যবহার করা
অনলাইন ওয়েবসাইট চেকারগুলো আসল-নকল ওয়েবসাইট ধরতে সহায়ক। অনেক সাইট, যেমন ভাইরাস টোটাল, গুগল সেফ ব্রাউজিং ইউআরএল ভয়েডের মাধ্যমে নিরাপদ সাইট নিশ্চিত হওয়া যায়। এই চেকারগুলোতে ওয়েবসাইটের সুরক্ষা যাচাই করার জন্য উপযুক্ত টুলস পাওয়া যায়।
রিভিউ ও রেটিং দেখা
আপনি কোনো নতুন ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান, তাহলে তার রিভিউ এবং রেটিং চেক করে নিন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটটির বিষয়ে গ্রাহকেরা কী বলছে, তা-ও দেখে নিতে পারেন।
এভাবে সতর্ক থেকে বড় সাইবার অপরাধ বিষয়ে রক্ষা পাওয়া সম্ভব। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে বিপদ এড়ানো সম্ভব।
সূত্র: ডিজিসার্ট
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৮ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
১১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১৩ ঘণ্টা আগে