Ajker Patrika

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

ফিচার ডেস্ক
ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

নকল ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো হওয়ায় ভুয়া ওয়েবসাইট চেনা বেশ কঠিন। তাই এগুলো চিনতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ছোট কিছু কাজ করলেই আসল ও নকল ওয়েবসাইট চেনা যায়।

ইউআরএল সতর্কতা

ওয়েবসাইটে ঢোকার আগে ইউআরএল ঠিকভাবে দেখে নিন। আসল ওয়েবসাইটের ইউআরএল সাধারণত এইচটিটিপিএস দিয়ে শুরু হয়, যেখানে ‘এস’-এর মাধ্যমে জানানো হয়, সাইটটি নিরাপদ। ইউআরএলে শুধু এইচটিটিপি থাকলে সেটা সন্দেহজনক হতে পারে।

বানান চেক করা

অনেক সময় নকল ওয়েবসাইটে নামের বানানে ভুল থাকে। প্রায় একই ধরনের নাম ব্যবহার করা হয় নকল ওয়েবসাইটে। তাই ওয়েবসাইট বিষয়ে সন্দেহ হলে বানান দেখে নিতে পারেন।

লোগো ও ডিজাইন

ভুয়া ওয়েবসাইটগুলো আসল প্রতিষ্ঠানের লোগো ও ডিজাইন হুবহু নকল করে। সেখানে কিছু অসামঞ্জস্য থাকতে পারে। লোগো বা ছবি যদি অস্পষ্ট থাকে, তবে সেটি সন্দেহজনক হতে পারে।

যোগাযোগ করা

যদি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইটে যান, তাহলে সেই ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে সেটি সঠিক কি না, তা অবশ্যই যাচাই করে নিতে হবে। এ ছাড়া সরাসরি কাস্টমার কেয়ার নম্বরে কল করে নিশ্চিত হওয়া যায়, ওয়েবসাইটটি আসল, নাকি নকল।

নিরাপদ ব্রাউজিং অভ্যাস

পপ-আপ এবং বিজ্ঞাপনের ক্লিক করা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ব্রাউজারের নিরাপত্তা সেটিংসে পপ-আপ ব্লকিং ফিচার অন করে রাখুন। এতে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন।

ওয়েবসাইট চেকার ব্যবহার করা

অনলাইন ওয়েবসাইট চেকারগুলো আসল-নকল ওয়েবসাইট ধরতে সহায়ক। অনেক সাইট, যেমন ভাইরাস টোটাল, গুগল সেফ ব্রাউজিং ইউআরএল ভয়েডের মাধ্যমে নিরাপদ সাইট নিশ্চিত হওয়া যায়। এই চেকারগুলোতে ওয়েবসাইটের সুরক্ষা যাচাই করার জন্য উপযুক্ত টুলস পাওয়া যায়।

রিভিউ ও রেটিং দেখা

আপনি কোনো নতুন ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান, তাহলে তার রিভিউ এবং রেটিং চেক করে নিন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটটির বিষয়ে গ্রাহকেরা কী বলছে, তা-ও দেখে নিতে পারেন।

এভাবে সতর্ক থেকে বড় সাইবার অপরাধ বিষয়ে রক্ষা পাওয়া সম্ভব। সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে বিপদ এড়ানো সম্ভব।

সূত্র: ডিজিসার্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত