Ajker Patrika

মেসেজের অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৭: ৫০
Thumbnail image

দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তাই মেসেজগুলো অন্য ভাষায় অনুবাদ করার জন্য ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার নিয়ে কাজ করছে মেটা। ফিচারটি অন-ডিভাইস প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করবে এবং গুগলের লাইভ ট্রান্সলেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। 

অ্যাপটির অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ১.২৪. ১৫.৮ এ ফিচার দেখতে পায় হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। প্রতিবেদনে বলা হয়, মেসেজের জন্য লাইভ ট্রান্সলেশন ফিচারটি ডিভাইসে প্রক্রিয়াধীন করবে। অর্থাৎ ডেটাগুলো ক্লাউড সার্ভারে পাঠানোর পরিবর্তে স্থানীয়ভাবে সংরক্ষণ করা হবে। ফিচারটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা থাকবে। 

ফিচারটি ব্যবহার করার জন্য বিভিন্ন ভাষার ফাইলগুলো শুধু ডাউনলোড করে নিতে হবে। প্রাথমিকভাবে ইংরেজি ও হিন্দি ভাষায় মেসেজগুলো অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে আরও ভাষার সমর্থন দেবে অ্যাপটি। ডাব্লুএবেটাইনফো বলছে, চ্যাট করার সময়ই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে প্ল্যাটফর্মটি। অর্থাৎ মেসেজগুলোর অনুবাদ পেতে অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে না। 

তবে লাইভ ট্রান্সলেশন ফিচারটি এখনো বেটা সংস্করণেও ব্যবহার করা যাচ্ছে না। কারণ, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সুতরাং যাঁরা গুগল প্লের বেটা প্রোগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বেটার সর্বশেষ সংস্করণ ব্যবহার করেন, তাঁরাও এটি ব্যবহার করতে পারবেন না। 

মেসেজগুলো লাইভ অনুবাদের পাশাপাশি ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পাঠানো বা প্রাপ্ত উভয় ধরনের ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করা যাবে। এ জন্য ভয়েস মেসেজের নিচে একটি নতুন ব্যানার দেখা যাবে। এই ব্যানারের মাধ্যমে জিজ্ঞেস করা হবে, ভয়েস মেসেজগুলোর টেক্সটে রূপান্তর করতে চান কি না। 

ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৪. ১৫.৫ এ দেখা গেছে। 

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত