নওরোজ চৌধুরী
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
২ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৪ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
৫ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
৬ ঘণ্টা আগে