যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ৫৩০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যা জেট প্রপালশন ল্যাবের মোট কর্মীর প্রায় ৮ শতাংশ। গতকাল বুধবার জেট প্রপালশন ল্যাব এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মার্কিন সরকারের ফেডারেল বাজেটে ব্যাপক কাটছাঁটের কারণেই এই কর্মী ছাঁটাই। নাসার জেট প্রপালশন ল্যাবে সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী আছে।
এর আগে, ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা হোয়াইট হাউস এবং নাসার কাছে আবেদন জানিয়েছিলেন যেন, এই কর্মীদের চাকরি লা কানাডা ফ্লিনট্রিজ কোম্পানি সংরক্ষণ করা হয়। কিন্তু জেট প্রপালশন ল্যাব সেই অনুরোধ রাখেনি। প্রতিষ্ঠানটি ৫৩০ জন কর্মী ও ৪০ জন ঠিকাদারকে চাকরিচ্যুত করেছে।
জেট প্রপালশন ল্যাবের পরিচালক লেরি লোশিন কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আমরা খরচ কমানোর চেষ্টা করার পরও এই চাকরিচ্যুতির বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। যা আমাদের বাধ্য হয়েই করতে হয়েছে। ভবিষ্যতে যাতে আমাদের আর এমন কোনো পদক্ষেপ নিতে না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই কাজ করতে হবে। আর অপেক্ষার সুযোগ নেই।’
এর আগেও, চলতি বছরের জানুয়ারি মাসেও এক দফা কর্মী ছাঁটাই করেছে। সে সময় নাসা ১০০ জন ঠিকাদারকে ছাঁটাই করেছিল। মূলত মঙ্গল গ্রহে পাঠানো মিশনের প্রত্যাবর্তনের জন্য ব্যয় বাড়ানোর লক্ষ্যে বাজেটের সমতা রক্ষায় তাদের ছাঁটাই করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ৫৩০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যা জেট প্রপালশন ল্যাবের মোট কর্মীর প্রায় ৮ শতাংশ। গতকাল বুধবার জেট প্রপালশন ল্যাব এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মার্কিন সরকারের ফেডারেল বাজেটে ব্যাপক কাটছাঁটের কারণেই এই কর্মী ছাঁটাই। নাসার জেট প্রপালশন ল্যাবে সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী আছে।
এর আগে, ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা হোয়াইট হাউস এবং নাসার কাছে আবেদন জানিয়েছিলেন যেন, এই কর্মীদের চাকরি লা কানাডা ফ্লিনট্রিজ কোম্পানি সংরক্ষণ করা হয়। কিন্তু জেট প্রপালশন ল্যাব সেই অনুরোধ রাখেনি। প্রতিষ্ঠানটি ৫৩০ জন কর্মী ও ৪০ জন ঠিকাদারকে চাকরিচ্যুত করেছে।
জেট প্রপালশন ল্যাবের পরিচালক লেরি লোশিন কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আমরা খরচ কমানোর চেষ্টা করার পরও এই চাকরিচ্যুতির বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। যা আমাদের বাধ্য হয়েই করতে হয়েছে। ভবিষ্যতে যাতে আমাদের আর এমন কোনো পদক্ষেপ নিতে না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই কাজ করতে হবে। আর অপেক্ষার সুযোগ নেই।’
এর আগেও, চলতি বছরের জানুয়ারি মাসেও এক দফা কর্মী ছাঁটাই করেছে। সে সময় নাসা ১০০ জন ঠিকাদারকে ছাঁটাই করেছিল। মূলত মঙ্গল গ্রহে পাঠানো মিশনের প্রত্যাবর্তনের জন্য ব্যয় বাড়ানোর লক্ষ্যে বাজেটের সমতা রক্ষায় তাদের ছাঁটাই করা হয়েছিল।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে