অনলাইন ডেস্ক
গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১০ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১৫ ঘণ্টা আগে