গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে।
২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।
পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে।
ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল।
পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়।
এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান।
তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে