Ajker Patrika

গুগলকে নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে কোটি ডলার পুরস্কার 

গুগলকে নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে কোটি ডলার পুরস্কার 

গুগলের পণ্য ও সেবায় নিরাপত্তা ত্রুটি খুঁজে দিয়ে ১ কোটি ডলার পুরস্কার পেয়েছেন গবেষক ও ডেভেলপাররা। ২০২৩ সালে ৬৮টি দেশের ৬৩২ জন গবেষক ও ডেভেলপারকে এই পুরস্কার দেওয়া হয়।

২০২২ সালের গুগলের ভালনারবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামে ১ কোটি ২০ লাখ ডলারের চেয়েও কম হলে ২০২৩ সালের পুরস্কারের পরিমাণটি তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুগলের এর নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টায় বিপুলসংখ্যক গবেষক ও ডেভেলপারদের অংশগ্রহণ নির্দেশ করে। 

২০২৩ সালে ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ১৩ হাজার ৩৩৭ ডলার দেওয়া হয়। ২০১০ সালে গুগল ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম চালু করে। তাই এই প্রোগ্রামে সব মিলিয়ে ৫ কোটি ৯০০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করার জন্য এর আওতায় ৩৪ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড্রয়েড সংক্রান্ত জটিল দুর্বলতা শনাক্তের জন্য সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে গুগল।  

পরিধানযোগ্য ডিভাইসের ত্রুটি বের করার জন্য গুগল পুরস্কারের ব্যবস্থা করেছে। সিকিউরিটি কনফারেন্স ‘ESCAL8’ ও ‘hardwea. io’ এর মাধ্যমে গুগল ওয়্যার ওএস ও অটোমোবাইল ওএসের ২০টি ত্রুটির খুঁজে দেওয়ার জন্য ৭০ হাজার ডলার পুরস্কার দিয়েছে। আর নেস্ট, ফিটবিটের মতো পরিধানযোগ্য ডিভাইসের ৫০টি ত্রুটি রিপোর্টের জন্য ১ লাখ ১৬ হাজার ডলার দেওয়া হয়েছে। 

ক্রোম ব্রাউজারের ৩৫৯টি নিরাপত্তা ত্রুটি রিপোর্টের জন্য মোট ২১ লাখ ডলার পুরস্কার দিয়েছে। ২০২৩ সালের জুন মাসে এক ঘোষণায় গুগল বলে, ক্রোমের নিরাপত্তা ঝুঁকি বের করা জন্য পুরস্কার তিন গুণ করা হবে। এটি ২০২৩ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল। 

পুরোনো সংস্করণের ভি৮ জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের ত্রুটি বের করার জন্যও এই প্রোগ্রামের আওতায় পুরস্কার দেওয়া হয়। 

এছাড়া গুগল বার্ডের মতো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যগুলোর নিরাপত্তার ত্রুটি বের করার জন্যও পুরস্কার দেওয়া হয়। বাগসওয়াট লাইভ-হ্যাকিং ইভেন্টে ৩৫ জন গবেষক এসব এআই পণ্যের ত্রুটি বের করার জন্য ৮৭ হাজার ডলার পুরস্কার পান। 

তথ্যসূত্র: ব্লিপিং কম্পিউটার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...