Ajker Patrika

২০২৭-এ আসছে বাঁকানো ডিসপ্লে ও কাচের আইফোন

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।

গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।

বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।

গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।

সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত