আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো ডিসপ্লে কাটআউট থাকবে না। অর্থাৎ সেলফি ক্যামেরার জন্য ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছিদ্র থাকবে না।
গত সপ্তাহে দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ সালে আইফোনের অন্তত একটি মডেলে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যাতে ফোনে সত্যিকার অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ডিসপ্লে দেওয়া সম্ভব হয়। এর আগে কোরিয়ান সংবাদমাধ্যম দ্য ইলেক জানায়, অ্যাপল বেজেলবিহীন আইফোন তৈরির লক্ষ্যে তাদের অন্যান্য ডিসপ্লে সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। তবে নতুন আইফোনে স্যামসাং ও ভিভো কোম্পানির মতো কার্ভ ডিসপ্লের ডিজাইন থাকবে না। এটি একটু অন্য ধরনের হবে।
বর্তমানে বাজারে থাকা আইফোন ১৫ প্রো-ও মূলত কাচে মোড়া, যার কেবল ফ্রেমটি টাইটানিয়ামের। তবে ২০১৯ সালের একটি অ্যাপল পেটেন্টে এমন এক ফোনের উল্লেখ ছিল, যার কাচের কাঠামো ডিভাইসটিকে একধরনের ‘নিরবচ্ছিন্ন লুপে’ আবৃত করে রাখে। এই ধারণা থেকেই নতুন ডিজাইনের আইফোন সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তাই নতুন ফোনটি পুরাটাই কাচের ডিসপ্লের হবে, শুধু প্রান্তে ও ক্যামেরা বাম্পে টাইটেনিয়ামের মতো ধাতব ব্যবহার করা হতে পারে।
গুরম্যান আরও উল্লেখ করেন, ২০২৭ সালে অ্যাপল বড়ধরনের প্রযুক্তিগত রূপান্তরের দিকে এগোচ্ছে। সে বছরই প্রথম ভাঁজযোগ্য আইফোন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্মার্ট গ্লাসের প্রতিযোগী হিসেবে অ্যাপলের নিজস্ব স্মার্ট গ্লাস, ক্যামেরাসংবলিত এয়ারপড, অ্যাপল ওয়াচ, ‘ব্যক্তিত্বসম্পন্ন’ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একটি হোম রোবটও বাজারে আনতে পারে তারা।
সবশেষে গুরম্যান বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিকে শক্তিশালী করতে চালু হতে পারে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি। সেই সঙ্গে নিজস্ব এআই চিপও তৈরি করতে পারে অ্যাপল, যার কাজ হবে সার্ভারভিত্তিক এআই প্রসেসিং।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে