নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট আজ রোববার বেলা ৩টায় চালু হচ্ছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর আজ বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফোর জি ইন্টারনেট সেবা চালুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ৫ জিবি করে ডেটা বোনাস দেবে সব মোবাইল অপারেটর। এর মেয়াদ থাকবে তিন দিন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে।
পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তখন অগ্রাধিকারভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা।
এদিকে বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে খুলে দেওয়া হয় ব্রডব্যান্ড।
গত দশ দিনে সহিংসতাসহ বিভিন্ন কারণে আইসিটি খাতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট আজ রোববার বেলা ৩টায় চালু হচ্ছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর আজ বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফোর জি ইন্টারনেট সেবা চালুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ৫ জিবি করে ডেটা বোনাস দেবে সব মোবাইল অপারেটর। এর মেয়াদ থাকবে তিন দিন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে।
পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তখন অগ্রাধিকারভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা।
এদিকে বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে খুলে দেওয়া হয় ব্রডব্যান্ড।
গত দশ দিনে সহিংসতাসহ বিভিন্ন কারণে আইসিটি খাতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৫ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৫ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৬ ঘণ্টা আগে