এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
ই-কমার্স কোম্পানিটি বলছে, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে, যা পরে ৪০০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে। গুগলের বার্ড ও মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআইয়ের মতো এআইভিত্তিক চ্যাটবট চালায় এনথ্রোপিক।
প্রতিবেদনে বলা হয়, গুগলকেও বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করে এনথ্রোপিক। কোম্পানিটি আগামী দুই বছরে ৫০০ কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে। এই কোম্পানি এরই মধ্যে ক্লদ নামে নিজের চ্যাটবট তৈরি করেছে। এর দুটি ভার্সনও এসেছে।
এ মাসের শুরুতে চ্যাটবটের ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।
এনথ্রোপিক ও অ্যামাজনের চুক্তির তথ্য অনুযায়ী, প্রাথমিক ক্লাউড পরিষেবা হিসেবে অ্যামাজনের ক্লাউড সার্ভিস (এডব্লিউএস) ব্যবহার করবে এনথ্রোপিক। ভবিষ্যৎ চ্যাটবট মডেলের ভিত্তি তৈরি, প্রশিক্ষণ ও বিস্তারে এডব্লিউএসের ট্রেইনিয়াম ও ইনফারেন্সিয়া চিপ ব্যবহার হবে।
অ্যামাজনে প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এক বিবৃতি বলেন, এনথ্রোপিকের সঙ্গে চুক্তির ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমের মতো কোম্পানিগুলোও এনথ্রোপিকের সমর্থক। কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
এনথ্রোপিক এক বিবৃতি বলেছে, অত্যাধুনিক মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যাপক কম্পিউট পাওয়ার ও গবেষণা প্রোগ্রাম দরকার। অ্যামাজনের বিনিয়োগ ও এডব্লিউএসের ট্রেইনিয়াম এবং ইনফরেন্সিয়া চিপ এআই প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও গবেষণাকে এগিয়ে নেবে।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
ই-কমার্স কোম্পানিটি বলছে, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে, যা পরে ৪০০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে। গুগলের বার্ড ও মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআইয়ের মতো এআইভিত্তিক চ্যাটবট চালায় এনথ্রোপিক।
প্রতিবেদনে বলা হয়, গুগলকেও বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করে এনথ্রোপিক। কোম্পানিটি আগামী দুই বছরে ৫০০ কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে। এই কোম্পানি এরই মধ্যে ক্লদ নামে নিজের চ্যাটবট তৈরি করেছে। এর দুটি ভার্সনও এসেছে।
এ মাসের শুরুতে চ্যাটবটের ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।
এনথ্রোপিক ও অ্যামাজনের চুক্তির তথ্য অনুযায়ী, প্রাথমিক ক্লাউড পরিষেবা হিসেবে অ্যামাজনের ক্লাউড সার্ভিস (এডব্লিউএস) ব্যবহার করবে এনথ্রোপিক। ভবিষ্যৎ চ্যাটবট মডেলের ভিত্তি তৈরি, প্রশিক্ষণ ও বিস্তারে এডব্লিউএসের ট্রেইনিয়াম ও ইনফারেন্সিয়া চিপ ব্যবহার হবে।
অ্যামাজনে প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এক বিবৃতি বলেন, এনথ্রোপিকের সঙ্গে চুক্তির ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমের মতো কোম্পানিগুলোও এনথ্রোপিকের সমর্থক। কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
এনথ্রোপিক এক বিবৃতি বলেছে, অত্যাধুনিক মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যাপক কম্পিউট পাওয়ার ও গবেষণা প্রোগ্রাম দরকার। অ্যামাজনের বিনিয়োগ ও এডব্লিউএসের ট্রেইনিয়াম এবং ইনফরেন্সিয়া চিপ এআই প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও গবেষণাকে এগিয়ে নেবে।
টিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
১৪ ঘণ্টা আগে