ক্লাউড কম্পিউটিং সেবা দিতে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে নিউইয়র্ক ও সানিভেল ক্যালফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেছিলেন গুগলের কয়েক ডজন কর্মী। এজন্য বুধবার ২৮ কর্মীকে গুগল ছাঁটাই করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রযুক্তি প্রতিষ্ঠানটির দুই অফিসের সামনে গত মঙ্গলবার অবস্থান কর্মসূচির সময় ‘অনুপ্রবেশের অভিযোগে’ ৯ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেন, বিক্ষোভের মাধ্যমে অন্যান্য কর্মীদের শারীরিকভাবে বাধা দেওয়া হয়। তাদের কোম্পানির সুযোগ-সুবিধাগুলো পেতেও বাধা দেওয়া হয়। এর মাধ্যমে কোম্পানির নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। এসব আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
‘প্রজেক্ট নিম্বাস নামে এক প্রকল্পের আওতায় গুগল ও অ্যামাজনের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি করে ইসরায়েল সরকার। এই চুক্তি অনুসারে ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির জন্য ক্লাউড সেবা সরবরাহ করবে এই দুই কোম্পানি। কয়েক বছর আগে থেকেই এই প্রকল্প নিয়ে কোম্পানি দুটির ম্যানেজম্যান্ট ও কিছু কর্মীদের মধ্যে বিরোধ শুরু হয়।
গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর এই বিরোধ আরও বৃদ্ধি পায়। নিউইয়র্কে অনুষ্ঠিত ইসরায়েলের কনফারেন্সে বাধা দেওয়ায় গুগলের এক কর্মীকেও বরখাস্ত করা হয়।
এমনকি কোম্পানিটি কর্পোরেট ফোরামে পরিবর্তন করার পরিকল্পনা করছে। কারণ কর্মীরা এই বিরোধ নিয়ে ঝগড়া করছে।
গুগল বলেছে, গত মঙ্গলবারের বিক্ষোভ নিয়ে তদন্ত জারি রাখা হবে। বিক্ষোভের সময় সানিভেলে অবস্থিত গুগল ক্লাউডের প্রধান নির্বাহী টমাস কুরিয়ানের অফিস ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় কর্মীরা।
‘টেক ফর অ্যাপাথেইড’ নামের একটি দল এই বিক্ষোভের আয়োজন করে। দলটির সঙ্গে সুর মিলিয়ে এক বিবৃতিতে গুগলের কর্মীরা বলেন, কর্মীদের ছাঁটাই করা আসলে একটি প্রতিহিংসামূলক কাজ।
কর্মীরা বলেন, ‘গুগল কর্মীদের শ্রমের শর্তাবলী নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।’ গুগল যেসব কর্মীদের বরখাস্ত করেছে তাদের কেউ কেউ এই অবস্থানে অংশ নেননি।
২০২১ সালের নিম্বাস চুক্তিটি ইসরায়েলের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে ক্লাউড সফটওয়্যার সরবরাহ করবে। চুক্তির শুরু থেকেই কিছু গুগল কর্মী উদ্বেগ প্রকাশ করেন। কারণ কোম্পানিটি ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা করছে বলে তারা মনে করেন।
তবে গুগলের একজন মুখপাত্র বলেন, ‘অত্যন্ত সংবেদনশীল, গোপনীয়, গোয়েন্দা বা অস্ত্র সম্পর্কিত সামরিক কাজের সঙ্গে সরাসরি যুক্ত নয় নিম্বাস।
২০১৮ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কোম্পানিটির একটি চুক্তি বাতিল করার জন্য সফলভাবে চাপ সৃষ্টি করে গুগলের কর্মীরা। এই চুক্তি প্রজেক্ট ম্যাভেন নামে পরিচিত। এই প্রকল্পের আওতায় সামরিক বাহিনীকে ড্রোন চিহ্নিত করতে সহায়তা করত গুগল।
নিম্বাসের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কর্মীরা এক বিবৃতিতে বলেন, নিম্বাস প্রকল্প বাদ না দেওয়া পর্যন্ত কর্মীরা প্রতিবাদ চালিয়ে যাবে।
ক্লাউড কম্পিউটিং সেবা দিতে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে নিউইয়র্ক ও সানিভেল ক্যালফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেছিলেন গুগলের কয়েক ডজন কর্মী। এজন্য বুধবার ২৮ কর্মীকে গুগল ছাঁটাই করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রযুক্তি প্রতিষ্ঠানটির দুই অফিসের সামনে গত মঙ্গলবার অবস্থান কর্মসূচির সময় ‘অনুপ্রবেশের অভিযোগে’ ৯ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেন, বিক্ষোভের মাধ্যমে অন্যান্য কর্মীদের শারীরিকভাবে বাধা দেওয়া হয়। তাদের কোম্পানির সুযোগ-সুবিধাগুলো পেতেও বাধা দেওয়া হয়। এর মাধ্যমে কোম্পানির নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। এসব আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
‘প্রজেক্ট নিম্বাস নামে এক প্রকল্পের আওতায় গুগল ও অ্যামাজনের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি করে ইসরায়েল সরকার। এই চুক্তি অনুসারে ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির জন্য ক্লাউড সেবা সরবরাহ করবে এই দুই কোম্পানি। কয়েক বছর আগে থেকেই এই প্রকল্প নিয়ে কোম্পানি দুটির ম্যানেজম্যান্ট ও কিছু কর্মীদের মধ্যে বিরোধ শুরু হয়।
গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর এই বিরোধ আরও বৃদ্ধি পায়। নিউইয়র্কে অনুষ্ঠিত ইসরায়েলের কনফারেন্সে বাধা দেওয়ায় গুগলের এক কর্মীকেও বরখাস্ত করা হয়।
এমনকি কোম্পানিটি কর্পোরেট ফোরামে পরিবর্তন করার পরিকল্পনা করছে। কারণ কর্মীরা এই বিরোধ নিয়ে ঝগড়া করছে।
গুগল বলেছে, গত মঙ্গলবারের বিক্ষোভ নিয়ে তদন্ত জারি রাখা হবে। বিক্ষোভের সময় সানিভেলে অবস্থিত গুগল ক্লাউডের প্রধান নির্বাহী টমাস কুরিয়ানের অফিস ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় কর্মীরা।
‘টেক ফর অ্যাপাথেইড’ নামের একটি দল এই বিক্ষোভের আয়োজন করে। দলটির সঙ্গে সুর মিলিয়ে এক বিবৃতিতে গুগলের কর্মীরা বলেন, কর্মীদের ছাঁটাই করা আসলে একটি প্রতিহিংসামূলক কাজ।
কর্মীরা বলেন, ‘গুগল কর্মীদের শ্রমের শর্তাবলী নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।’ গুগল যেসব কর্মীদের বরখাস্ত করেছে তাদের কেউ কেউ এই অবস্থানে অংশ নেননি।
২০২১ সালের নিম্বাস চুক্তিটি ইসরায়েলের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে ক্লাউড সফটওয়্যার সরবরাহ করবে। চুক্তির শুরু থেকেই কিছু গুগল কর্মী উদ্বেগ প্রকাশ করেন। কারণ কোম্পানিটি ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা করছে বলে তারা মনে করেন।
তবে গুগলের একজন মুখপাত্র বলেন, ‘অত্যন্ত সংবেদনশীল, গোপনীয়, গোয়েন্দা বা অস্ত্র সম্পর্কিত সামরিক কাজের সঙ্গে সরাসরি যুক্ত নয় নিম্বাস।
২০১৮ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কোম্পানিটির একটি চুক্তি বাতিল করার জন্য সফলভাবে চাপ সৃষ্টি করে গুগলের কর্মীরা। এই চুক্তি প্রজেক্ট ম্যাভেন নামে পরিচিত। এই প্রকল্পের আওতায় সামরিক বাহিনীকে ড্রোন চিহ্নিত করতে সহায়তা করত গুগল।
নিম্বাসের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কর্মীরা এক বিবৃতিতে বলেন, নিম্বাস প্রকল্প বাদ না দেওয়া পর্যন্ত কর্মীরা প্রতিবাদ চালিয়ে যাবে।
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
৮ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১০ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১২ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
১৩ ঘণ্টা আগে