Ajker Patrika

সব ডিভাইসের জন্য একক চার্জার আনতে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক
Thumbnail image

মোবাইল ফোন, ট্যাব, ক্যামেরা, হেডফোনসহ সব ডিভাইসের জন্য একধরনের চার্জারের বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ২০২৪ সালের মধ্যে একটি একক চার্জিং পোর্ট চালুর পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। তবে ইইউর এমন পদক্ষেপে সমস্যার সম্মুখীন হবে অ্যাপল, কেননা কোম্পানিটি আইফোনে ভিন্ন ভিন্ন পাওয়ার সংযোগের ব্যবহার করে। 

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটির পক্ষে ৬০২ ভোট এবং বিপক্ষে পড়ে মাত্র ১৩ ভোট। ইইউ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পূর্ববর্তী চুক্তির পরিপ্রেক্ষিতে এই ভোট অনুষ্ঠিত হয়। যা অ্যান্ড্রয়েড ভিত্তিক ডিভাইসগুলো ইউএসবি-সি সংযোগকারীদের ইইউ স্ট্যান্ডার্ড করে তুলবে এবং অ্যাপলকে এর ডিভাইসের জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করতে বাধ্য করবে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল। যদিও বিশ্লেষকেরা মনে করেন, এটি ক্রেতাদের ইউএসবি-সি নেই, এমন হালনাগাদ গ্যাজেট কিনতে উৎসাহিত করতে পারে।

ই-রিডার, ইয়ারবাড এবং অন্যান্য প্রযুক্তি গ্যাজেটগুলোর জন্যও এ চুক্তিটি প্রযোজ্য হবে। ফলে এটি স্যামসাং, হুয়াওয়ে এবং অন্যান্য ডিভাইস নির্মাতার ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

উল্লেখ্য, আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসের জন্য বিভিন্ন চার্জার ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগের ভিত্তিতে এ ধরনের উদ্যোগের জন্য কয়েক বছর ধরে আলোচনা চলছিল। যার মানে ইইউ আইনপ্রণেতারা বৃহৎ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সংস্কার উদ্যোগটিকে সমর্থন করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত