চীনের অনুমোদনের অপেক্ষায় থেকে থেকে চুক্তির মেয়াদ শেষ। ইসরায়েলের চিপনির্মাতা কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর কিনে হওয়া হলো না ইনটেলের। এজন্য ৫৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে হয়েছে। দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল হলেও ইনটেলকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার মাশুল দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানিকে একীভূত করার জন্য গত বছর চুক্তি করে ইনটেল। কিন্তু যথাসময়ে চীনের অনুমোদন না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষ হয়।
এদিকে ইনটেলের এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে বাজারে ইসরায়েলি কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমে যায়। পরে ইসরায়েলের তেল আবিবের বাজারেও শেয়ারটির দরপতন হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের আইনি অনুমোদন পাওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল বলে ইনটেল চুক্তিটি বাদ দিচ্ছে।
বাণিজ্য, মেধাস্বত্ব ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনীভূত উত্তেজনা করপোরেট চুক্তিকেও আক্রান্ত করেছে। প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে।
চীনের অনুমোদনের বিলম্বের কারণে গত বছর ডুপন্ট ডি নিমোরাস করপোরেশন ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক রজার করপোরেশন কেনার ৫২০ কোটি ডলারের চুক্তি বাতিল করে।
ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির অনুমোদন পেতে গত মাসে তিনি চীন ভ্রমণ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেছেন।
কিন্তু তা না হওয়ায় টাওয়ার কোম্পানি নিয়ে বিনিয়োগকারীরা আশা ছেড়ে দিয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে টাওয়ার কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেন ৩৩ দশমিক ৭৮ ডলারে শেষ হয়। অথচ এই শেয়ারের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।
চীনের অনুমোদনের অপেক্ষায় থেকে থেকে চুক্তির মেয়াদ শেষ। ইসরায়েলের চিপনির্মাতা কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর কিনে হওয়া হলো না ইনটেলের। এজন্য ৫৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে হয়েছে। দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল হলেও ইনটেলকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার মাশুল দিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানিকে একীভূত করার জন্য গত বছর চুক্তি করে ইনটেল। কিন্তু যথাসময়ে চীনের অনুমোদন না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষ হয়।
এদিকে ইনটেলের এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে বাজারে ইসরায়েলি কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমে যায়। পরে ইসরায়েলের তেল আবিবের বাজারেও শেয়ারটির দরপতন হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের আইনি অনুমোদন পাওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল বলে ইনটেল চুক্তিটি বাদ দিচ্ছে।
বাণিজ্য, মেধাস্বত্ব ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনীভূত উত্তেজনা করপোরেট চুক্তিকেও আক্রান্ত করেছে। প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে।
চীনের অনুমোদনের বিলম্বের কারণে গত বছর ডুপন্ট ডি নিমোরাস করপোরেশন ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক রজার করপোরেশন কেনার ৫২০ কোটি ডলারের চুক্তি বাতিল করে।
ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির অনুমোদন পেতে গত মাসে তিনি চীন ভ্রমণ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেছেন।
কিন্তু তা না হওয়ায় টাওয়ার কোম্পানি নিয়ে বিনিয়োগকারীরা আশা ছেড়ে দিয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে টাওয়ার কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেন ৩৩ দশমিক ৭৮ ডলারে শেষ হয়। অথচ এই শেয়ারের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।
ফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
১১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
২০ ঘণ্টা আগে