ফিচার ডেস্ক
মোবাইল ফোন ব্যবহারে যাঁরা বিলাসিতা বা নিরাপত্তা খোঁজেন, তাঁদের প্রথম পছন্দ আইফোন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপল তাদের প্রতিটি ফোনসেটে নতুন ফিচার যোগ করেছে। এ ছাড়া স্মার্ট ডিজাইন ও টেকসই বডির জন্য আইফোনের বিকল্প কম খোঁজেন গ্রাহকেরা। কিন্তু বিশ্ববাজারে এই মোবাইল ফোনের চাহিদা আগের তুলনায় কমেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন ফাইভ-জি সুবিধা। এ সুবিধা অ্যাপল শুরু করেছিল আইফোন ১২ সিরিজ দিয়ে। পরবর্তী সময়ে ক্যামেরা থেকে শুরু করে স্ক্রিনের আকার বড় করাসহ ডিজাইনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন এনেছিল অ্যাপল। সে প্রভাব আছে আইফোন ১৬-তেও। ধারণা করা হচ্ছে, এই বৈচিত্র্যহীনতাই আইফোন ১৬ বিক্রিতে বড় ধাক্কা দিয়েছে। অথচ প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, নতুন এআই প্রযুক্তি সংযোজনের কারণে ১৬ সিরিজের প্রতি আগ্রহ বাড়বে গ্রাহকদের। এর সঙ্গে বাড়বে ব্যবসাও। কিন্তু নতুন এই সিরিজের বিক্রি হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে।
লস অ্যাঞ্জেলেসের আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস আগেই জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে আইফোন ১৬ প্রো বিক্রি হবে ৪ কোটির মতো। কিন্তু প্রি-সেল শুরুর প্রথম সপ্তাহে আইফোন ১৬ বিক্রি হয় ৩ কোটি ৭০ লাখ ইউনিট। গত বছরের চেয়ে যা কমেছে ১২ শতাংশ। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ১৬ প্রোর চাহিদা কমার অন্যতম কারণ বেশি দাম নির্ধারণ। এদিকে সিএফআরএ রিসার্চ জানিয়েছিল, প্রথম সপ্তাহে আইফোনের নতুন এই সিরিজ বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে।
আইফোন ১৬ সিরিজের ৪টি মডেল বাজারে এনেছে অ্যাপল। মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া প্রথম দুটি সিরিজ ১৬ ও ১৬ প্লাসের প্রতি গ্রাহকদের আগ্রহ বেশি। কারণ, ১৬ প্রো বা ১৬ প্রো ম্যাক্সের সঙ্গে আগের দুটির তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা। তাই চাহিদা আর বাজেটের বিষয়টি বিবেচনা করে এবারের আইফোন কিনছেন তাঁরা, যা গড় বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্লেষক কুওর দেওয়া তথ্যমতে, প্রি-সেলে প্রথম সপ্তাহে ৯৮ লাখ আইফোন ১৬ প্রো মডেল এবং ১ কোটি ৭১ লাখ প্রো ম্যাক্স মডেল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ কম। অন্যদিকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের বিক্রি ১৫ মডেলের তুলনায় কিছুটা বেড়েছে।
সূত্র: সিএনএন
মোবাইল ফোন ব্যবহারে যাঁরা বিলাসিতা বা নিরাপত্তা খোঁজেন, তাঁদের প্রথম পছন্দ আইফোন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপল তাদের প্রতিটি ফোনসেটে নতুন ফিচার যোগ করেছে। এ ছাড়া স্মার্ট ডিজাইন ও টেকসই বডির জন্য আইফোনের বিকল্প কম খোঁজেন গ্রাহকেরা। কিন্তু বিশ্ববাজারে এই মোবাইল ফোনের চাহিদা আগের তুলনায় কমেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন ফাইভ-জি সুবিধা। এ সুবিধা অ্যাপল শুরু করেছিল আইফোন ১২ সিরিজ দিয়ে। পরবর্তী সময়ে ক্যামেরা থেকে শুরু করে স্ক্রিনের আকার বড় করাসহ ডিজাইনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন এনেছিল অ্যাপল। সে প্রভাব আছে আইফোন ১৬-তেও। ধারণা করা হচ্ছে, এই বৈচিত্র্যহীনতাই আইফোন ১৬ বিক্রিতে বড় ধাক্কা দিয়েছে। অথচ প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, নতুন এআই প্রযুক্তি সংযোজনের কারণে ১৬ সিরিজের প্রতি আগ্রহ বাড়বে গ্রাহকদের। এর সঙ্গে বাড়বে ব্যবসাও। কিন্তু নতুন এই সিরিজের বিক্রি হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে।
লস অ্যাঞ্জেলেসের আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস আগেই জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে আইফোন ১৬ প্রো বিক্রি হবে ৪ কোটির মতো। কিন্তু প্রি-সেল শুরুর প্রথম সপ্তাহে আইফোন ১৬ বিক্রি হয় ৩ কোটি ৭০ লাখ ইউনিট। গত বছরের চেয়ে যা কমেছে ১২ শতাংশ। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ১৬ প্রোর চাহিদা কমার অন্যতম কারণ বেশি দাম নির্ধারণ। এদিকে সিএফআরএ রিসার্চ জানিয়েছিল, প্রথম সপ্তাহে আইফোনের নতুন এই সিরিজ বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে।
আইফোন ১৬ সিরিজের ৪টি মডেল বাজারে এনেছে অ্যাপল। মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া প্রথম দুটি সিরিজ ১৬ ও ১৬ প্লাসের প্রতি গ্রাহকদের আগ্রহ বেশি। কারণ, ১৬ প্রো বা ১৬ প্রো ম্যাক্সের সঙ্গে আগের দুটির তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা। তাই চাহিদা আর বাজেটের বিষয়টি বিবেচনা করে এবারের আইফোন কিনছেন তাঁরা, যা গড় বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্লেষক কুওর দেওয়া তথ্যমতে, প্রি-সেলে প্রথম সপ্তাহে ৯৮ লাখ আইফোন ১৬ প্রো মডেল এবং ১ কোটি ৭১ লাখ প্রো ম্যাক্স মডেল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ কম। অন্যদিকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের বিক্রি ১৫ মডেলের তুলনায় কিছুটা বেড়েছে।
সূত্র: সিএনএন
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে