মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।
কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।
স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।
এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।
প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
আরও খবর পড়ুন:
মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।
কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।
স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।
এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।
প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
আরও খবর পড়ুন:
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৩ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে