প্রযুক্তি ডেস্ক
ফিলিস্তিনের গাজায় চালু হয়েছে প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি গেম ক্যাফে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, অবরুদ্ধ গাজায় যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, মূলত তাদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাফেটির মালিক।
গান, খেলাধুলাসহ ভ্রমণও করতে পারবেন ভার্চুয়াল রিয়্যালিটির এই কাল্পনিক দুনিয়ায়। ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তির স্বাদ পেতেই মূলত এখানে সবাই আসে।’
ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং মিশর সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ মানুষই গাজা থেকে বের হতে পারেন না। শিশু–কিশোরদের জন্য বিনোদন এবং কঠিন অবস্থা থেকে সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে এই ভিআর স্টেশন।
২২ বছর বয়সী ইউসুফ আল-কাদেরি নামে এক গাজাবাসী বলেন, ‘আমি এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে অনেক শহর, পর্বত, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি যেখানে বাস্তবে আমাদের পক্ষে ভ্রমণ করা অসম্ভব।’
১৬ বছর বয়সী কিশোরী নিসরীন শামালখ বলে, ‘অবরুদ্ধ থাকার ফলে আমরা তো কোথাও ভ্রমণ করতে পারি না। আমরা এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে সেসব অপূর্ণতা পূরণ করি।’
ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘ভার্চুয়াল অ্যাকশন এবং কমব্যাট গেমসগুলো এখানের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে তরুণীরা ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে খেলাধুলা, গান এবং ভ্রমণ করতে পছন্দ করেন।’
ফিলিস্তিনের গাজায় চালু হয়েছে প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি গেম ক্যাফে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, অবরুদ্ধ গাজায় যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, মূলত তাদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাফেটির মালিক।
গান, খেলাধুলাসহ ভ্রমণও করতে পারবেন ভার্চুয়াল রিয়্যালিটির এই কাল্পনিক দুনিয়ায়। ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তির স্বাদ পেতেই মূলত এখানে সবাই আসে।’
ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং মিশর সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ মানুষই গাজা থেকে বের হতে পারেন না। শিশু–কিশোরদের জন্য বিনোদন এবং কঠিন অবস্থা থেকে সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে এই ভিআর স্টেশন।
২২ বছর বয়সী ইউসুফ আল-কাদেরি নামে এক গাজাবাসী বলেন, ‘আমি এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে অনেক শহর, পর্বত, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি যেখানে বাস্তবে আমাদের পক্ষে ভ্রমণ করা অসম্ভব।’
১৬ বছর বয়সী কিশোরী নিসরীন শামালখ বলে, ‘অবরুদ্ধ থাকার ফলে আমরা তো কোথাও ভ্রমণ করতে পারি না। আমরা এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে সেসব অপূর্ণতা পূরণ করি।’
ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘ভার্চুয়াল অ্যাকশন এবং কমব্যাট গেমসগুলো এখানের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে তরুণীরা ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে খেলাধুলা, গান এবং ভ্রমণ করতে পছন্দ করেন।’
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১৪ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১ দিন আগে