প্রযুক্তি ডেস্ক
ফিলিস্তিনের গাজায় চালু হয়েছে প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি গেম ক্যাফে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, অবরুদ্ধ গাজায় যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, মূলত তাদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাফেটির মালিক।
গান, খেলাধুলাসহ ভ্রমণও করতে পারবেন ভার্চুয়াল রিয়্যালিটির এই কাল্পনিক দুনিয়ায়। ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তির স্বাদ পেতেই মূলত এখানে সবাই আসে।’
ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং মিশর সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ মানুষই গাজা থেকে বের হতে পারেন না। শিশু–কিশোরদের জন্য বিনোদন এবং কঠিন অবস্থা থেকে সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে এই ভিআর স্টেশন।
২২ বছর বয়সী ইউসুফ আল-কাদেরি নামে এক গাজাবাসী বলেন, ‘আমি এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে অনেক শহর, পর্বত, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি যেখানে বাস্তবে আমাদের পক্ষে ভ্রমণ করা অসম্ভব।’
১৬ বছর বয়সী কিশোরী নিসরীন শামালখ বলে, ‘অবরুদ্ধ থাকার ফলে আমরা তো কোথাও ভ্রমণ করতে পারি না। আমরা এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে সেসব অপূর্ণতা পূরণ করি।’
ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘ভার্চুয়াল অ্যাকশন এবং কমব্যাট গেমসগুলো এখানের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে তরুণীরা ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে খেলাধুলা, গান এবং ভ্রমণ করতে পছন্দ করেন।’
ফিলিস্তিনের গাজায় চালু হয়েছে প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি গেম ক্যাফে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, অবরুদ্ধ গাজায় যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, মূলত তাদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাফেটির মালিক।
গান, খেলাধুলাসহ ভ্রমণও করতে পারবেন ভার্চুয়াল রিয়্যালিটির এই কাল্পনিক দুনিয়ায়। ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তির স্বাদ পেতেই মূলত এখানে সবাই আসে।’
ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং মিশর সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ মানুষই গাজা থেকে বের হতে পারেন না। শিশু–কিশোরদের জন্য বিনোদন এবং কঠিন অবস্থা থেকে সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে এই ভিআর স্টেশন।
২২ বছর বয়সী ইউসুফ আল-কাদেরি নামে এক গাজাবাসী বলেন, ‘আমি এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে অনেক শহর, পর্বত, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি যেখানে বাস্তবে আমাদের পক্ষে ভ্রমণ করা অসম্ভব।’
১৬ বছর বয়সী কিশোরী নিসরীন শামালখ বলে, ‘অবরুদ্ধ থাকার ফলে আমরা তো কোথাও ভ্রমণ করতে পারি না। আমরা এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে সেসব অপূর্ণতা পূরণ করি।’
ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘ভার্চুয়াল অ্যাকশন এবং কমব্যাট গেমসগুলো এখানের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে তরুণীরা ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে খেলাধুলা, গান এবং ভ্রমণ করতে পছন্দ করেন।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
২ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৯ ঘণ্টা আগে