অনলাইন ডেস্ক
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণীয় ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি ছবি দিয়েই বানাতে পারবেন আট সেকেন্ডের ভিডিও—তা-ও আবার শব্দসহ!
গুগলের উন্নত ভিডিও মডেলে ‘ভিও ৩’ নামের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। এটি কেবল ছবি নয়, সেই ছবির বর্ণনা ও শব্দের নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করবে।
তবে জেমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে বর্তমানে শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।
জেমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের ‘টুলস’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন—ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।
তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।
গুগল জানিয়েছে, ‘দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।’
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই রকম ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা ছিল। তবে এবার জেমিনির মাধ্যমেই সরাসরি সেই কাজটি করা যাবে, আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।
গুগল আরও জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণীয় ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি ছবি দিয়েই বানাতে পারবেন আট সেকেন্ডের ভিডিও—তা-ও আবার শব্দসহ!
গুগলের উন্নত ভিডিও মডেলে ‘ভিও ৩’ নামের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। এটি কেবল ছবি নয়, সেই ছবির বর্ণনা ও শব্দের নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করবে।
তবে জেমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে বর্তমানে শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।
জেমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের ‘টুলস’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন—ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।
তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।
গুগল জানিয়েছে, ‘দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।’
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই রকম ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা ছিল। তবে এবার জেমিনির মাধ্যমেই সরাসরি সেই কাজটি করা যাবে, আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।
গুগল আরও জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
৩ ঘণ্টা আগেবর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও..
৫ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেআজকের বিশ্বে প্রযুক্তি কেবল বিলাসিতা নয়; বরং নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা অদ্ভুত ও চমকপ্রদ। এই উদ্ভাবনগুলো মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে। এমনই কিছু ব্যতিক্রমী...
৫ ঘণ্টা আগে