প্রযুক্তি ডেস্ক
চীনভিত্তিক এশিয়ার বৃহত্তম উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এরোহট। তারা এবার তৈরি করেছে বিদ্যুচ্চালিত ‘উড়ন্ত গাড়ি’। গাড়িটি নির্মাণে মোট খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। সম্প্রতি তারা প্রথম পাবলিক ফ্লাইট পরিচালনা করেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে অনুষ্ঠিত বৈশ্বিক প্রযুক্তি শো গিটেক্সে এক্সপেং মোটরসের প্রেসিডেন্ট ব্রায়ান গো এক্সপেঙ্গস বলেন, ‘উড়ন্ত গাড়ির ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে। আমরা মনে করি, এ খাতে বিনিয়োগ করার এটিই সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘এই শিল্পটি প্রযুক্তিগত ভাবে প্রচুর অগ্রগতি করেছে। গাড়িগুলোর ওজন কমে আসা, যে কোনো প্রকারের বাধা এড়িয়ে চলার পাশাপাশি এখন বিদ্যুতেও চলছে।’
চীনের তৈরি ষষ্ঠ-প্রজন্মের ইলেকট্রনিক ‘ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং’ গাড়িটি রাস্তায়ও চলাচল করতে সক্ষম। এটি দেখতে সাম্প্রতিক সময়ে উন্মোচিত সাধারণ ফ্লাইং ট্যাক্সিগুলোর মতো নয়। এটি দেখতে বিলাসবহুল গাড়ির মতোই। গাড়ির ওপর মোট ৮টি প্রপেলার যুক্ত করা আছে। গাড়িটি মূলত ৯০ শতাংশের বেশি সময় রাস্তায় চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। যানজট অথবা কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে এটিকে ওড়ানো যাবে।
এক্সপেং এরোহটের প্রতিষ্ঠাতা ঝাও এক সাক্ষাৎকারে বলেন, ‘গাড়িটিতে আটটি প্রপেলার এবং চারটি বৈদ্যুতিক ইঞ্জিন রয়েছে। ২০২৫ সাল থেকে গাড়িটি ব্যাপক আকারে উৎপাদন শুরু হতে পারে।’
চীনভিত্তিক এশিয়ার বৃহত্তম উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এরোহট। তারা এবার তৈরি করেছে বিদ্যুচ্চালিত ‘উড়ন্ত গাড়ি’। গাড়িটি নির্মাণে মোট খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। সম্প্রতি তারা প্রথম পাবলিক ফ্লাইট পরিচালনা করেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে অনুষ্ঠিত বৈশ্বিক প্রযুক্তি শো গিটেক্সে এক্সপেং মোটরসের প্রেসিডেন্ট ব্রায়ান গো এক্সপেঙ্গস বলেন, ‘উড়ন্ত গাড়ির ধারণা এখন বাস্তবে পরিণত হয়েছে। আমরা মনে করি, এ খাতে বিনিয়োগ করার এটিই সঠিক সময়।’
তিনি আরও বলেন, ‘এই শিল্পটি প্রযুক্তিগত ভাবে প্রচুর অগ্রগতি করেছে। গাড়িগুলোর ওজন কমে আসা, যে কোনো প্রকারের বাধা এড়িয়ে চলার পাশাপাশি এখন বিদ্যুতেও চলছে।’
চীনের তৈরি ষষ্ঠ-প্রজন্মের ইলেকট্রনিক ‘ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং’ গাড়িটি রাস্তায়ও চলাচল করতে সক্ষম। এটি দেখতে সাম্প্রতিক সময়ে উন্মোচিত সাধারণ ফ্লাইং ট্যাক্সিগুলোর মতো নয়। এটি দেখতে বিলাসবহুল গাড়ির মতোই। গাড়ির ওপর মোট ৮টি প্রপেলার যুক্ত করা আছে। গাড়িটি মূলত ৯০ শতাংশের বেশি সময় রাস্তায় চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। যানজট অথবা কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে এটিকে ওড়ানো যাবে।
এক্সপেং এরোহটের প্রতিষ্ঠাতা ঝাও এক সাক্ষাৎকারে বলেন, ‘গাড়িটিতে আটটি প্রপেলার এবং চারটি বৈদ্যুতিক ইঞ্জিন রয়েছে। ২০২৫ সাল থেকে গাড়িটি ব্যাপক আকারে উৎপাদন শুরু হতে পারে।’
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে