প্রযুক্তি ডেস্ক
হ্যাকিংয়ের তথ্য গোপন করায় উবারের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সালিভান অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর নজরদারিতে থাকবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হ্যাকাররা ৫ কোটি ৭০ লাখ উবার গ্রাহকের নাম, ফোন নম্বরসহ বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নেয়। পরে ১ লাখ ডলার মুক্তিপণ না দিলে সেসব তথ্য মুছে ফেলারও হুমকি দেয় তারা। হ্যাকাররা এই আক্রমণের কথা গোপন রাখবে—এই চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে সালিভান তাদের এক লাখ মার্কিন ডলার দেন। একই বছরের ডিসেম্বরে ‘বাগ বাউন্টি’ পুরস্কারের আড়ালে হ্যাকারদের এই অর্থ প্রদান করেন তিনি। সাধারণত কোনো সাইবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে বিশেষজ্ঞদের এই পুরস্কার দেয় উবার।
সালিভান ২০১৫ সালে উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগে ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়, এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা সালিভানের ১৫ মাসের কারাদণ্ড দাবি করে। তবে আদালত তাকে ৫০ হাজার ডলার অর্থদণ্ড ও ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজের আদেশ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচারক উইলিয়াম অরিক জানান, এমন অপরাধে প্রথমবার মামলা হওয়ায় এবং সালিভানের অতীত সুনাম বিবেচনা করে আদালত তাঁর প্রতি সহনশীল হচ্ছেন।
এর আগে গত অক্টোবরে হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন।
হ্যাকিংয়ের তথ্য গোপন করায় উবারের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সালিভান অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর নজরদারিতে থাকবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হ্যাকাররা ৫ কোটি ৭০ লাখ উবার গ্রাহকের নাম, ফোন নম্বরসহ বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নেয়। পরে ১ লাখ ডলার মুক্তিপণ না দিলে সেসব তথ্য মুছে ফেলারও হুমকি দেয় তারা। হ্যাকাররা এই আক্রমণের কথা গোপন রাখবে—এই চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে সালিভান তাদের এক লাখ মার্কিন ডলার দেন। একই বছরের ডিসেম্বরে ‘বাগ বাউন্টি’ পুরস্কারের আড়ালে হ্যাকারদের এই অর্থ প্রদান করেন তিনি। সাধারণত কোনো সাইবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে বিশেষজ্ঞদের এই পুরস্কার দেয় উবার।
সালিভান ২০১৫ সালে উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগে ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়, এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা সালিভানের ১৫ মাসের কারাদণ্ড দাবি করে। তবে আদালত তাকে ৫০ হাজার ডলার অর্থদণ্ড ও ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজের আদেশ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচারক উইলিয়াম অরিক জানান, এমন অপরাধে প্রথমবার মামলা হওয়ায় এবং সালিভানের অতীত সুনাম বিবেচনা করে আদালত তাঁর প্রতি সহনশীল হচ্ছেন।
এর আগে গত অক্টোবরে হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ...
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে