Ajker Patrika

হ্যাকিংয়ের তথ্য গোপনের দায়ে অর্থদণ্ড উবারের সাবেক কর্মকর্তার 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২৩, ১৫: ২১
হ্যাকিংয়ের তথ্য গোপনের দায়ে অর্থদণ্ড উবারের সাবেক কর্মকর্তার 

হ্যাকিংয়ের তথ্য গোপন করায় উবারের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জোসেফ সালিভান অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর নজরদারিতে থাকবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হ্যাকাররা ৫ কোটি ৭০ লাখ উবার গ্রাহকের নাম, ফোন নম্বরসহ বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নেয়। পরে ১ লাখ ডলার মুক্তিপণ না দিলে সেসব তথ্য মুছে ফেলারও হুমকি দেয় তারা। হ্যাকাররা এই আক্রমণের কথা গোপন রাখবে—এই চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে সালিভান তাদের এক লাখ মার্কিন ডলার দেন। একই বছরের ডিসেম্বরে ‘বাগ বাউন্টি’ পুরস্কারের আড়ালে হ্যাকারদের এই অর্থ প্রদান করেন তিনি। সাধারণত কোনো সাইবার নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে বিশেষজ্ঞদের এই পুরস্কার দেয় উবার।

সালিভান ২০১৫ সালে উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগে ২০১৭ সালে সালিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়, এবং ২০২০ সালে তাঁর বিরুদ্ধে হ্যাকিংয়ের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।

বাদীপক্ষের আইনজীবীরা সালিভানের ১৫ মাসের কারাদণ্ড দাবি করে। তবে আদালত তাকে ৫০ হাজার ডলার অর্থদণ্ড ও ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সমাজসেবামূলক কাজের আদেশ দেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচারক উইলিয়াম অরিক জানান, এমন অপরাধে প্রথমবার মামলা হওয়ায় এবং সালিভানের অতীত সুনাম বিবেচনা করে আদালত তাঁর প্রতি সহনশীল হচ্ছেন। 

এর আগে গত অক্টোবরে হ্যাকিংয়ের ঘটনা গোপন রাখার অভিযোগে উবারের সাবেক নিরাপত্তাপ্রধান জোসেফ সালিভানকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধিভুক্ত সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত