ডিজিটাল যুগে টেলিগ্রামের মতো ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ছবির পাশাপাশি ভিডিও, স্টিকার এবং অডিও শেয়ার করা হয়। তবে কখনো কখনো টেলিগ্রামের অটো-সেভিং ফিচারটি বিরক্তিকর হয়ে উঠতে পারে। কারণ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে অনেক ছবি ও ভিডিও সংরক্ষণ করতে থাকে।
হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড বন্ধ করার অপশন রয়েছে। ফিচারটি বন্ধ করলে এটি মোবাইল ডেটার খরচ কমাবে, পাশাপাশি আপনার স্মার্টফোনের স্টোরেজও সুরক্ষিত রাখবে।
যদি আপনি একাধিক টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে থাকেন, তাহলে প্রতিদিন অনেক ছবি ও ভিডিও গ্যালারি জমা হয়। একটি একক ফাইলের আকার ছোট হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও গুলো স্মার্টফোনের বিপুল পরিমাণ জায়গা দখল করতে পারে। এ জন্য টেলিগ্রামের অটোসেভিং ফিচারটি বন্ধ করতে হবে।
টেলিগ্রামে অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার পদ্ধতি
এই প্রক্রিয়ায় সব ধরনের কনটেন্ট বা মিডিয়া গ্যালারিতে সেভ হওয়া বন্ধ হবে। অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
অটো-মিডিয়া ডাউনলোড বিভাগে তিনটি অপশন রয়েছে। সেগুলো হলো—মোবাইল ডেটা ব্যবহার করার সময়, ওয়াই–ফাই সংযুক্ত হলে এবং রোমিংয়ের সময়। এই সব অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। এ ছাড়া কোনো অপশন চালু রাখতে চাইলে, তাহলে প্রতিটি অপশনে ট্যাপ করে নির্দিষ্ট ফাইলের ধরনের জন্য অটো-ডাউনলোড কাস্টমাইজ করতে পারেন।
অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার ফলে মোবাইল ডেটা প্ল্যান সঞ্চয় হবে এবং গ্যালারিতে মিডিয়া ডাউনলোড বন্ধ হবে। বিশেষ করে গ্রুপ এবং চ্যানেলগুলোর মিডিয়া।
টেলিগ্রাম থেকে ছবি গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
এই ফিচার বন্ধ করলে টেলিগ্রাম ফোনের গ্যালারিতে ছবিগুলো সেভ করবে না। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যাম্বারবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে ‘সেভ টু গ্যালারি’ বিভাগ খুঁজে বরে করুন। এই বিভাগে তিনটি বিকল্প রয়েছে—প্রাইভেট চ্যাট, গ্রুপ এবং চ্যানেল।
এই তিনটি অপশনে অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। পরবর্তীতে এগুলো পছন্দমতো চালু করা যাবে।
যদি আপনি বিশেষ কোনো ছবি গ্যালারিতে দেখতে চান, তাহলে ছবিটি খুলে ওপরের ডানদিকে তিনটি ডট ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন নির্বাচন করতে পারেন।
এই সেটিংস পরিবর্তন করলে গ্যালারিতে ইতিমধ্যে থাকা ছবিগুলোর ওপর প্রভাব পড়বে না।
তথ্যসূত্র: মেক ইউজ অব
ডিজিটাল যুগে টেলিগ্রামের মতো ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ছবির পাশাপাশি ভিডিও, স্টিকার এবং অডিও শেয়ার করা হয়। তবে কখনো কখনো টেলিগ্রামের অটো-সেভিং ফিচারটি বিরক্তিকর হয়ে উঠতে পারে। কারণ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে অনেক ছবি ও ভিডিও সংরক্ষণ করতে থাকে।
হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড বন্ধ করার অপশন রয়েছে। ফিচারটি বন্ধ করলে এটি মোবাইল ডেটার খরচ কমাবে, পাশাপাশি আপনার স্মার্টফোনের স্টোরেজও সুরক্ষিত রাখবে।
যদি আপনি একাধিক টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে থাকেন, তাহলে প্রতিদিন অনেক ছবি ও ভিডিও গ্যালারি জমা হয়। একটি একক ফাইলের আকার ছোট হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও গুলো স্মার্টফোনের বিপুল পরিমাণ জায়গা দখল করতে পারে। এ জন্য টেলিগ্রামের অটোসেভিং ফিচারটি বন্ধ করতে হবে।
টেলিগ্রামে অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার পদ্ধতি
এই প্রক্রিয়ায় সব ধরনের কনটেন্ট বা মিডিয়া গ্যালারিতে সেভ হওয়া বন্ধ হবে। অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
অটো-মিডিয়া ডাউনলোড বিভাগে তিনটি অপশন রয়েছে। সেগুলো হলো—মোবাইল ডেটা ব্যবহার করার সময়, ওয়াই–ফাই সংযুক্ত হলে এবং রোমিংয়ের সময়। এই সব অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। এ ছাড়া কোনো অপশন চালু রাখতে চাইলে, তাহলে প্রতিটি অপশনে ট্যাপ করে নির্দিষ্ট ফাইলের ধরনের জন্য অটো-ডাউনলোড কাস্টমাইজ করতে পারেন।
অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার ফলে মোবাইল ডেটা প্ল্যান সঞ্চয় হবে এবং গ্যালারিতে মিডিয়া ডাউনলোড বন্ধ হবে। বিশেষ করে গ্রুপ এবং চ্যানেলগুলোর মিডিয়া।
টেলিগ্রাম থেকে ছবি গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
এই ফিচার বন্ধ করলে টেলিগ্রাম ফোনের গ্যালারিতে ছবিগুলো সেভ করবে না। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যাম্বারবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে ‘সেভ টু গ্যালারি’ বিভাগ খুঁজে বরে করুন। এই বিভাগে তিনটি বিকল্প রয়েছে—প্রাইভেট চ্যাট, গ্রুপ এবং চ্যানেল।
এই তিনটি অপশনে অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। পরবর্তীতে এগুলো পছন্দমতো চালু করা যাবে।
যদি আপনি বিশেষ কোনো ছবি গ্যালারিতে দেখতে চান, তাহলে ছবিটি খুলে ওপরের ডানদিকে তিনটি ডট ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন নির্বাচন করতে পারেন।
এই সেটিংস পরিবর্তন করলে গ্যালারিতে ইতিমধ্যে থাকা ছবিগুলোর ওপর প্রভাব পড়বে না।
তথ্যসূত্র: মেক ইউজ অব
বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
৭ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১০ ঘণ্টা আগেবিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
১৩ ঘণ্টা আগে