ডিজিটাল যুগে টেলিগ্রামের মতো ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ছবির পাশাপাশি ভিডিও, স্টিকার এবং অডিও শেয়ার করা হয়। তবে কখনো কখনো টেলিগ্রামের অটো-সেভিং ফিচারটি বিরক্তিকর হয়ে উঠতে পারে। কারণ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে অনেক ছবি ও ভিডিও সংরক্ষণ করতে থাকে।
হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড বন্ধ করার অপশন রয়েছে। ফিচারটি বন্ধ করলে এটি মোবাইল ডেটার খরচ কমাবে, পাশাপাশি আপনার স্মার্টফোনের স্টোরেজও সুরক্ষিত রাখবে।
যদি আপনি একাধিক টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে থাকেন, তাহলে প্রতিদিন অনেক ছবি ও ভিডিও গ্যালারি জমা হয়। একটি একক ফাইলের আকার ছোট হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও গুলো স্মার্টফোনের বিপুল পরিমাণ জায়গা দখল করতে পারে। এ জন্য টেলিগ্রামের অটোসেভিং ফিচারটি বন্ধ করতে হবে।
টেলিগ্রামে অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার পদ্ধতি
এই প্রক্রিয়ায় সব ধরনের কনটেন্ট বা মিডিয়া গ্যালারিতে সেভ হওয়া বন্ধ হবে। অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
অটো-মিডিয়া ডাউনলোড বিভাগে তিনটি অপশন রয়েছে। সেগুলো হলো—মোবাইল ডেটা ব্যবহার করার সময়, ওয়াই–ফাই সংযুক্ত হলে এবং রোমিংয়ের সময়। এই সব অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। এ ছাড়া কোনো অপশন চালু রাখতে চাইলে, তাহলে প্রতিটি অপশনে ট্যাপ করে নির্দিষ্ট ফাইলের ধরনের জন্য অটো-ডাউনলোড কাস্টমাইজ করতে পারেন।
অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার ফলে মোবাইল ডেটা প্ল্যান সঞ্চয় হবে এবং গ্যালারিতে মিডিয়া ডাউনলোড বন্ধ হবে। বিশেষ করে গ্রুপ এবং চ্যানেলগুলোর মিডিয়া।
টেলিগ্রাম থেকে ছবি গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
এই ফিচার বন্ধ করলে টেলিগ্রাম ফোনের গ্যালারিতে ছবিগুলো সেভ করবে না। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যাম্বারবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে ‘সেভ টু গ্যালারি’ বিভাগ খুঁজে বরে করুন। এই বিভাগে তিনটি বিকল্প রয়েছে—প্রাইভেট চ্যাট, গ্রুপ এবং চ্যানেল।
এই তিনটি অপশনে অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। পরবর্তীতে এগুলো পছন্দমতো চালু করা যাবে।
যদি আপনি বিশেষ কোনো ছবি গ্যালারিতে দেখতে চান, তাহলে ছবিটি খুলে ওপরের ডানদিকে তিনটি ডট ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন নির্বাচন করতে পারেন।
এই সেটিংস পরিবর্তন করলে গ্যালারিতে ইতিমধ্যে থাকা ছবিগুলোর ওপর প্রভাব পড়বে না।
তথ্যসূত্র: মেক ইউজ অব
ডিজিটাল যুগে টেলিগ্রামের মতো ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ছবির পাশাপাশি ভিডিও, স্টিকার এবং অডিও শেয়ার করা হয়। তবে কখনো কখনো টেলিগ্রামের অটো-সেভিং ফিচারটি বিরক্তিকর হয়ে উঠতে পারে। কারণ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে অনেক ছবি ও ভিডিও সংরক্ষণ করতে থাকে।
হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড বন্ধ করার অপশন রয়েছে। ফিচারটি বন্ধ করলে এটি মোবাইল ডেটার খরচ কমাবে, পাশাপাশি আপনার স্মার্টফোনের স্টোরেজও সুরক্ষিত রাখবে।
যদি আপনি একাধিক টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে থাকেন, তাহলে প্রতিদিন অনেক ছবি ও ভিডিও গ্যালারি জমা হয়। একটি একক ফাইলের আকার ছোট হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও গুলো স্মার্টফোনের বিপুল পরিমাণ জায়গা দখল করতে পারে। এ জন্য টেলিগ্রামের অটোসেভিং ফিচারটি বন্ধ করতে হবে।
টেলিগ্রামে অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার পদ্ধতি
এই প্রক্রিয়ায় সব ধরনের কনটেন্ট বা মিডিয়া গ্যালারিতে সেভ হওয়া বন্ধ হবে। অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
অটো-মিডিয়া ডাউনলোড বিভাগে তিনটি অপশন রয়েছে। সেগুলো হলো—মোবাইল ডেটা ব্যবহার করার সময়, ওয়াই–ফাই সংযুক্ত হলে এবং রোমিংয়ের সময়। এই সব অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। এ ছাড়া কোনো অপশন চালু রাখতে চাইলে, তাহলে প্রতিটি অপশনে ট্যাপ করে নির্দিষ্ট ফাইলের ধরনের জন্য অটো-ডাউনলোড কাস্টমাইজ করতে পারেন।
অটো-মিডিয়া ডাউনলোড বন্ধ করার ফলে মোবাইল ডেটা প্ল্যান সঞ্চয় হবে এবং গ্যালারিতে মিডিয়া ডাউনলোড বন্ধ হবে। বিশেষ করে গ্রুপ এবং চ্যানেলগুলোর মিডিয়া।
টেলিগ্রাম থেকে ছবি গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে
এই ফিচার বন্ধ করলে টেলিগ্রাম ফোনের গ্যালারিতে ছবিগুলো সেভ করবে না। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে টেলিগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান পাশের ওপরের দিকে থাকা হ্যাম্বারবার্গার মেনু (তিনটি অনুভূমিক লাইন) আইকনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন এবং ‘ডেটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে ট্যাপ করুন।
৫. পরের পেজে ‘সেভ টু গ্যালারি’ বিভাগ খুঁজে বরে করুন। এই বিভাগে তিনটি বিকল্প রয়েছে—প্রাইভেট চ্যাট, গ্রুপ এবং চ্যানেল।
এই তিনটি অপশনে অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করে বন্ধ করুন। পরবর্তীতে এগুলো পছন্দমতো চালু করা যাবে।
যদি আপনি বিশেষ কোনো ছবি গ্যালারিতে দেখতে চান, তাহলে ছবিটি খুলে ওপরের ডানদিকে তিনটি ডট ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন নির্বাচন করতে পারেন।
এই সেটিংস পরিবর্তন করলে গ্যালারিতে ইতিমধ্যে থাকা ছবিগুলোর ওপর প্রভাব পড়বে না।
তথ্যসূত্র: মেক ইউজ অব
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৪ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৮ ঘণ্টা আগে