Ajker Patrika

অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহার: মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের শতকোটি ডলারের মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০: ২৭
অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহার: মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের শতকোটি ডলারের মামলা

চ্যাট জিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেন এআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে শতকোটি ডলারের মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করে সংবাদপত্রটি। তাদের অভিযোগ, চ্যাট জিপিটির সিস্টেমকে প্রশিক্ষণ দিতে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, মামলায় শতকোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে নিউইয়র্ক টাইমস। 

চ্যাটজিপিটি ও অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) প্রায়শই অনলাইনে পাওয়া বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্রতিক্ষণ দেওয়া হয়। 

মামলার বিষয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি। তবে সাড়া মেলেনি। 

মামলার অভিযোগ অনুসারে, চ্যাটজিপিটিকে আরও বুদ্ধিমান করার জন্য অনুমতি ছাড়াই নিউইয়র্ক টাইমসের কয়েক লাখ প্রতিবেদন ব্যবহার করা হয়েছে। এখন এ টুল সংবাদপত্রের বিপরীতে বিশ্বস্ত তথ্যসূত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

মামলার এজাহারে বলা হয়, বর্তমান কোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে চ্যাটজিপিটি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে কিছু উদ্ধৃতি ব্যবহার করে, যা সাধারণত সাবস্ক্রিপশন ছাড়া পড়া যায় না। এর মানে হলো পাঠকেরা অর্থ পরিশোধ ছাড়াই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন পড়তে পারছে। এতে সংবাদপত্রটি সাবস্ক্রিপশন থেকে আয় ও ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় হারাচ্ছে। 

এ ছাড়া মামলার এজাহারে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের উদাহরণ দেওয়া হয়েছে। এ সার্চ ইঞ্জিন নিউইয়র্ক টাইমসের কাছ থেকে তথ্য নিয়ে ফলাফল প্রস্তুত করে, তবে প্রতিবেদনের কোনো লিংক ফলাফলের সঙ্গে যুক্ত করে না। বিং সার্চ ইঞ্জিনেও চ্যাটজিপিটির কিছু ফিচার রয়েছে। 

মাইক্রোসফট ওপেন এআইয়ে ১ হাজার কোটির ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে। 

বুধবারের মামলা থেকে জানা যায়, এর আগে গত এপ্রিলেও মাইক্রোসফট ও ওপেন এআইয়ের সঙ্গে কপিরাইটের বিষয়ে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে নিউইয়র্ক টাইমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত