প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
চীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১০ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
১৭ ঘণ্টা আগে