আজকের পত্রিকা ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিক-এর অ্যাপ জার্মানির অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগলকে আহ্বান জানিয়েছে দেশটির ডেটা সুরক্ষা কমিশনার। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার মেইকে ক্যাম্প।
গত শুক্রবার এক বিবৃতিতে ক্যাম্প বলেন, ডিপসিক ব্যবহারকারীদের অনুরোধ, আপলোড করা ফাইলসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করে থাকে। এ ধরনের তথ্য সংরক্ষণ ইউরোপীয় ইউনিয়নের মান অনুযায়ী নয়।
তিনি আরও বলেন, ‘ডিপসিক আমাদের সংস্থাকে এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কোম্পানিটির আওতায় থাকা ব্যক্তিগত তথ্যের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।’
গুগল জানিয়েছে, তারা এই অনুরোধ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে অ্যাপল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিপসিক থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মে মাসে জার্মান কমিশনার ডিপসিককে অনুরোধ করেছিলেন, তারা যেন ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করে বা স্বেচ্ছায় অ্যাপটি জার্মানিতে বন্ধ করে। তবে ডিপসিক সেই অনুরোধ মানেনি।
চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক পুরো বিশ্বকে নাড়া দেয়। কোম্পানিটি দাবি করে, তারা এমন একটি এআই মডেল তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের ওপেনএআই-এর চ্যাটজিপিটি–এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, তাও আবার তুলনামূলকভাবে কম খরচে। তবে এরপর থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ডেটা সুরক্ষা নীতিমালা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ইতালি আগেই তাদের অ্যাপ স্টোর থেকে ডিপসিক সরিয়ে দিয়েছে। নেদারল্যান্ডস সরকারি ডিভাইসে এটি নিষিদ্ধ করেছে। বেলজিয়াম সরকার কর্মকর্তাদের এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
স্পেনে একটি ভোক্তা অধিকার সংস্থা দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে ডিপসিকের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানিয়েছে। যদিও এখনো কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
ব্রিটিশ সরকার বলেছে, ‘ডিপসিক ব্যবহারে জনগণের স্বাধীনতা রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা হুমকি থাকলে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এদিকে, মার্কিন আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রের কোনো নির্বাহী সংস্থা চীনের তৈরি এআই মডেল ব্যবহার করতে না পারে। রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছে ডিপসিক।
তথ্যসূত্র: রয়টার্স
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিক-এর অ্যাপ জার্মানির অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগলকে আহ্বান জানিয়েছে দেশটির ডেটা সুরক্ষা কমিশনার। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার মেইকে ক্যাম্প।
গত শুক্রবার এক বিবৃতিতে ক্যাম্প বলেন, ডিপসিক ব্যবহারকারীদের অনুরোধ, আপলোড করা ফাইলসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করে থাকে। এ ধরনের তথ্য সংরক্ষণ ইউরোপীয় ইউনিয়নের মান অনুযায়ী নয়।
তিনি আরও বলেন, ‘ডিপসিক আমাদের সংস্থাকে এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কোম্পানিটির আওতায় থাকা ব্যক্তিগত তথ্যের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।’
গুগল জানিয়েছে, তারা এই অনুরোধ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে অ্যাপল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিপসিক থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মে মাসে জার্মান কমিশনার ডিপসিককে অনুরোধ করেছিলেন, তারা যেন ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করে বা স্বেচ্ছায় অ্যাপটি জার্মানিতে বন্ধ করে। তবে ডিপসিক সেই অনুরোধ মানেনি।
চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক পুরো বিশ্বকে নাড়া দেয়। কোম্পানিটি দাবি করে, তারা এমন একটি এআই মডেল তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের ওপেনএআই-এর চ্যাটজিপিটি–এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, তাও আবার তুলনামূলকভাবে কম খরচে। তবে এরপর থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ডেটা সুরক্ষা নীতিমালা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ইতালি আগেই তাদের অ্যাপ স্টোর থেকে ডিপসিক সরিয়ে দিয়েছে। নেদারল্যান্ডস সরকারি ডিভাইসে এটি নিষিদ্ধ করেছে। বেলজিয়াম সরকার কর্মকর্তাদের এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
স্পেনে একটি ভোক্তা অধিকার সংস্থা দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে ডিপসিকের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানিয়েছে। যদিও এখনো কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
ব্রিটিশ সরকার বলেছে, ‘ডিপসিক ব্যবহারে জনগণের স্বাধীনতা রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা হুমকি থাকলে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এদিকে, মার্কিন আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রের কোনো নির্বাহী সংস্থা চীনের তৈরি এআই মডেল ব্যবহার করতে না পারে। রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছে ডিপসিক।
তথ্যসূত্র: রয়টার্স
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১১ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে