অনলাইন ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিক-এর অ্যাপ জার্মানির অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগলকে আহ্বান জানিয়েছে দেশটির ডেটা সুরক্ষা কমিশনার। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার মেইকে ক্যাম্প।
গত শুক্রবার এক বিবৃতিতে ক্যাম্প বলেন, ডিপসিক ব্যবহারকারীদের অনুরোধ, আপলোড করা ফাইলসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করে থাকে। এ ধরনের তথ্য সংরক্ষণ ইউরোপীয় ইউনিয়নের মান অনুযায়ী নয়।
তিনি আরও বলেন, ‘ডিপসিক আমাদের সংস্থাকে এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কোম্পানিটির আওতায় থাকা ব্যক্তিগত তথ্যের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।’
গুগল জানিয়েছে, তারা এই অনুরোধ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে অ্যাপল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিপসিক থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মে মাসে জার্মান কমিশনার ডিপসিককে অনুরোধ করেছিলেন, তারা যেন ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করে বা স্বেচ্ছায় অ্যাপটি জার্মানিতে বন্ধ করে। তবে ডিপসিক সেই অনুরোধ মানেনি।
চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক পুরো বিশ্বকে নাড়া দেয়। কোম্পানিটি দাবি করে, তারা এমন একটি এআই মডেল তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের ওপেনএআই-এর চ্যাটজিপিটি–এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, তাও আবার তুলনামূলকভাবে কম খরচে। তবে এরপর থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ডেটা সুরক্ষা নীতিমালা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ইতালি আগেই তাদের অ্যাপ স্টোর থেকে ডিপসিক সরিয়ে দিয়েছে। নেদারল্যান্ডস সরকারি ডিভাইসে এটি নিষিদ্ধ করেছে। বেলজিয়াম সরকার কর্মকর্তাদের এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
স্পেনে একটি ভোক্তা অধিকার সংস্থা দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে ডিপসিকের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানিয়েছে। যদিও এখনো কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
ব্রিটিশ সরকার বলেছে, ‘ডিপসিক ব্যবহারে জনগণের স্বাধীনতা রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা হুমকি থাকলে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এদিকে, মার্কিন আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রের কোনো নির্বাহী সংস্থা চীনের তৈরি এআই মডেল ব্যবহার করতে না পারে। রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছে ডিপসিক।
তথ্যসূত্র: রয়টার্স
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ডিপসিক-এর অ্যাপ জার্মানির অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগলকে আহ্বান জানিয়েছে দেশটির ডেটা সুরক্ষা কমিশনার। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার মেইকে ক্যাম্প।
গত শুক্রবার এক বিবৃতিতে ক্যাম্প বলেন, ডিপসিক ব্যবহারকারীদের অনুরোধ, আপলোড করা ফাইলসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করে থাকে। এ ধরনের তথ্য সংরক্ষণ ইউরোপীয় ইউনিয়নের মান অনুযায়ী নয়।
তিনি আরও বলেন, ‘ডিপসিক আমাদের সংস্থাকে এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কোম্পানিটির আওতায় থাকা ব্যক্তিগত তথ্যের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।’
গুগল জানিয়েছে, তারা এই অনুরোধ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে অ্যাপল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিপসিক থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মে মাসে জার্মান কমিশনার ডিপসিককে অনুরোধ করেছিলেন, তারা যেন ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করে বা স্বেচ্ছায় অ্যাপটি জার্মানিতে বন্ধ করে। তবে ডিপসিক সেই অনুরোধ মানেনি।
চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক পুরো বিশ্বকে নাড়া দেয়। কোম্পানিটি দাবি করে, তারা এমন একটি এআই মডেল তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের ওপেনএআই-এর চ্যাটজিপিটি–এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, তাও আবার তুলনামূলকভাবে কম খরচে। তবে এরপর থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ডেটা সুরক্ষা নীতিমালা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ইতালি আগেই তাদের অ্যাপ স্টোর থেকে ডিপসিক সরিয়ে দিয়েছে। নেদারল্যান্ডস সরকারি ডিভাইসে এটি নিষিদ্ধ করেছে। বেলজিয়াম সরকার কর্মকর্তাদের এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
স্পেনে একটি ভোক্তা অধিকার সংস্থা দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষকে ডিপসিকের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানিয়েছে। যদিও এখনো কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
ব্রিটিশ সরকার বলেছে, ‘ডিপসিক ব্যবহারে জনগণের স্বাধীনতা রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা হুমকি থাকলে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এদিকে, মার্কিন আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রের কোনো নির্বাহী সংস্থা চীনের তৈরি এআই মডেল ব্যবহার করতে না পারে। রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছে ডিপসিক।
তথ্যসূত্র: রয়টার্স
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
২ ঘণ্টা আগেবর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও..
৫ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেআজকের বিশ্বে প্রযুক্তি কেবল বিলাসিতা নয়; বরং নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা অদ্ভুত ও চমকপ্রদ। এই উদ্ভাবনগুলো মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে। এমনই কিছু ব্যতিক্রমী...
৫ ঘণ্টা আগে