Ajker Patrika

গুগল ফটোজে ছবি সম্পাদনায় আসছে ‘ম্যাজিক ইরেজার’ টুল

প্রযুক্তি ডেস্ক
গুগল ফটোজে ছবি সম্পাদনায় আসছে ‘ম্যাজিক ইরেজার’ টুল

ছবিতে অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু ছবির ফ্রেমে চলে আসে। অনেক ক্ষেত্রে ছবির সৌন্দর্যই নষ্ট হয় এই কারণে। তবে এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে গুগল ফটোজ নিয়ে আসছে নতুন একটি টুল। টুলটির নাম ‘ম্যাজিক ইরেজার’। টুলটি ব্যবহারের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু মুছে ফেলা যাবে সহজেই। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা আগে থেকেই এই টুল ব্যবহারের সুবিধা পেয়ে আসছেন। টুলটি এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। আরও বেশিসংখ্যক ব্যবহারকারীকে টুলটি ব্যবহারের সুযোগ দিতেই গুগল ফটোজে টুলটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না এটি। শুধু গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ সুবিধা ‘গুগল ওয়ান’–এ নিবন্ধন করা ব্যবহারকারীরাই টুলটি পাবেন।

বর্তমানে গুগল ফটোজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) কাজে লাগিয়ে ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য মুছে ফেলা যায়। টুলটি যুক্ত হলে ছবি থেকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি আলাদা করে ম্যানুয়াল পদ্ধতিতে মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।

সম্প্রতি নিজস্ব ব্রাউজার ক্রোমে ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করে গুগল। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফরম্যান্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে। ‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।

গুগলের, ফিচারটি ক্রোম ব্রাউজারের মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত