Ajker Patrika

রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য অ্যাপ বানাচ্ছে অ্যাপল

অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করেছে কোম্পানিটি। ছবি: কাল্ট অব ম্যাক
অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করেছে কোম্পানিটি। ছবি: কাল্ট অব ম্যাক

রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য অ্যাপ তৈরি করছে অ্যাপল। এই বছর প্রি বা প্রাক –ডায়াবেটিকদের জন্য অ্যাপটি পরীক্ষা করছে কোম্পানিটি। ব্যবহারকারীদের খাদ্য ও জীবনযাত্রা সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে অ্যাপটি। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছে।

প্রি-ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে কারো রক্তে শর্করা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, কিন্তু ডায়াবেটিসের মাত্রার চেয়ে কম থাকে।

অ্যাপল বলছে, গ্রাহকদের জন্য অ্যাপটি চালু করার কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতের স্বাস্থ্য পণ্যে এটি ভূমিকা রাখতে পারে।

অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করেছে কোম্পানিটি। অ্যাপল কর্মীদের রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে, তারা টাইপ ২ ডায়াবেটিস এর ঝুঁকিতে আছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীরা বাজারে পাওয়া বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তাদের রক্তের শর্করা পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে গ্লুকোজের পরিবর্তনগুলো টুকে রাখেন। এরপর অ্যাপটি খাদ্যের পরিবর্তন এবং রক্তের শর্করার স্তরের মধ্যে সম্পর্ক দেখাবে। উদাহরণস্বরূপ, পাস্তা খাওয়ার পর রক্তের শর্করা বৃদ্ধি পেলে অ্যাপটি ব্যবহারকারীদের বলবে যে ‘পাস্তা খাওয়া উচিত নয়’। এভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে অ্যাপটি।

তবে গুরম্যান বলেছেন, পরীক্ষাটি থামিয়ে অন্যান্য স্বাস্থ্য ফিচারের ওপর মনোযোগ দিতে শুরু করেছে অ্যাপল।

বর্তমানে অ্যাপলের স্বাস্থ্য অ্যাপে খাবার পর্যবেক্ষণের সুযোগ নেই, যা অন্যান্য প্রতিযোগী সেবায় রয়েছে। ভবিষ্যতে থার্ড পার্টি গ্লুকোজ ট্র্যাকিং বা রক্তে শর্করা পরিমাপের সুবিধা তাদের পণ্যগুলোতে যুক্ত করতে পারে।

রক্ত ছাড়াই শর্করা পরিমাপ করার জন্য অ্যাপল ১৫ বছর ধরে আরেকটি গবেষণা করছে। নতুন অ্যাপটি এই গবেষণা সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে ব্লুমবার্গ।

বর্তমানে অধিকাংশ রক্তের শর্করা পরীক্ষা করতে ত্বকে সূঁচ ঢুকাতে হয়। কিন্তু অ্যাপল সম্ভবত একটি পদ্ধতি তৈরি করছে যা ‘অপটিক্যাল অ্যাবসোর্চন স্পেকট্রোস্কোপি’ এবং লেজার ব্যবহার করে ত্বকে ছিদ্র করা ছাড়াই রক্তের শর্করার ঘনত্ব নির্ণয় করবে। এর ফলে রোগীদের জন্য পরীক্ষাটি আরও আরামদায়ক এবং কম যন্ত্রণাদায়ক হবে।

অ্যাপলের একটি কার্যকর প্রোটোটাইপ ডিভাইস রয়েছে, কিন্তু এটি এখনও অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করার জন্য বেশ বড়।

এটি অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করতে কোম্পারনিটির সম্ভবত আরও কয়েক বছর সময় লাগবে। এতে রক্তের শর্করা ট্র্যাকিং ফিচার থাকবে। এই ফিচার ত্বকে কোনো ছিদ্র না করেই রক্তের শর্করা পরিমাপ করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত