Ajker Patrika

বিজ্ঞাপনী কাজ করবে এআই, হাজারো কর্মী ছাঁটাই করছে গুগল 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১: ৫৯
বিজ্ঞাপনী কাজ করবে এআই, হাজারো কর্মী ছাঁটাই করছে গুগল 

বিজ্ঞাপনী দলের কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানি গুগল। কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে কাজ সারতে চায় এই সার্চ জায়ান্ট। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 
 
ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিট, অগমেন্টেড রিয়েলটি দল এবং পিক্সেল, নেস্ট ও ফিটবিটের হার্ডওয়্যার টিমের বেশ কিছু কর্মী ছাঁটাই করবে বলে গত সপ্তাহে ঘোষণা দেয় গুগল। 

গত সপ্তাহে স্ট্রিমিং, স্টুডিও অপারেশন ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় আমাজন। গত মাসে, মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দীর্ঘ প্রতীক্ষিত এআইভিত্তিক মডেল জেমিনি উন্মোচন করেছে গুগল। 

এই বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। ছাঁটাই হওয়া এসব কর্মীর মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক—সব ধরনের কর্মী ছিলেন। তাঁরা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন। 

চলতি বছরেও কোম্পানিটি কর্মী ছাঁটাই অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে। ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস ২০২৩ সালে জানুয়ারিতে অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় যা তাদের বিশ্বব্যাপী কর্মীদের ৬ শতাংশ। গত বছরে মাইক্রোসফট ও স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত