নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জৈব সুরক্ষাবলয়ে থেকে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে শেরেবাংলার মুক্ত আকাশে সাকিব–সৌম্যরা। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। নির্ধারিত সময় সকাল ১০টার কিছু আগেই স্টেডিয়ামে চলে আসে টিম বাংলাদেশ। এসেই চিরায়ত নিয়মে আগেই উইকেট দেখে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। খানিক বাদেই অধিনায়ক মাহমুদউল্লাহও উইকেট দেখে নিয়ে কোচের সঙ্গে আলোচনা শুরু করেন। অস্ট্রেলিয়া–বধের আলোচনা।
অনুশীলনের শুরুতেই ছোট একটা টিম মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। শুরুতেই প্রায় ১৫ মিনিট হালকা দৌড়ে গা গরম করে নেন ক্রিকেটাররা। এর পরই ফুটবল খেলে ঘাম ঝরালেন খেলোয়াড়েরা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সাবাই এই অনুশীলেন অংশ নিলেও সেখানে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
প্রায় ১৫ মিনিট ধরে চলে ফুটবল খেলা। এর পরই শুরু হয় মূল প্রস্তুতি। রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ওটিস গিবসন তিনটি দলে ভাগ হয়ে ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন করান। এখানে ছিলেন না মোসাদ্দেক। জানা গেছে, মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠের এক কোণে আলাদা করে উইকেটকিপিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান। প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলনের পর শুরু হয় বৃষ্টি।
বৃষ্টিতে আধা ঘণ্টার মতো বন্ধ থাকে অনুশীলন। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা চলে যান ইনডোরে অনুশীলনের জন্য। সেখানে বাইরের উইকেট ও ভেতরের উইকেটে অনুশীলন করেন প্রায় সবাই। এরপর শেষ হয় সাকিবদের প্রথম দিনের অনুশীলন।
জৈব সুরক্ষাবলয়ে থেকে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে শেরেবাংলার মুক্ত আকাশে সাকিব–সৌম্যরা। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। নির্ধারিত সময় সকাল ১০টার কিছু আগেই স্টেডিয়ামে চলে আসে টিম বাংলাদেশ। এসেই চিরায়ত নিয়মে আগেই উইকেট দেখে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। খানিক বাদেই অধিনায়ক মাহমুদউল্লাহও উইকেট দেখে নিয়ে কোচের সঙ্গে আলোচনা শুরু করেন। অস্ট্রেলিয়া–বধের আলোচনা।
অনুশীলনের শুরুতেই ছোট একটা টিম মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। শুরুতেই প্রায় ১৫ মিনিট হালকা দৌড়ে গা গরম করে নেন ক্রিকেটাররা। এর পরই ফুটবল খেলে ঘাম ঝরালেন খেলোয়াড়েরা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সাবাই এই অনুশীলেন অংশ নিলেও সেখানে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
প্রায় ১৫ মিনিট ধরে চলে ফুটবল খেলা। এর পরই শুরু হয় মূল প্রস্তুতি। রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ওটিস গিবসন তিনটি দলে ভাগ হয়ে ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন করান। এখানে ছিলেন না মোসাদ্দেক। জানা গেছে, মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠের এক কোণে আলাদা করে উইকেটকিপিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান। প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলনের পর শুরু হয় বৃষ্টি।
বৃষ্টিতে আধা ঘণ্টার মতো বন্ধ থাকে অনুশীলন। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা চলে যান ইনডোরে অনুশীলনের জন্য। সেখানে বাইরের উইকেট ও ভেতরের উইকেটে অনুশীলন করেন প্রায় সবাই। এরপর শেষ হয় সাকিবদের প্রথম দিনের অনুশীলন।
গোল করা তাঁর কাছে হয়ে গেছে ডালভাত। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে কত রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু মেজর কোনো শিরোপা তাঁর কাছে হয়ে যায় ‘সোনার হরিণ’। বলা হচ্ছে এখানে হ্যারি কেইনের কথা।
৩৫ মিনিট আগেঈদ ঘনিয়ে এলেই ফাঁকা হয়ে যায় ঢাকা। উৎসবের আনন্দ আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরেন কর্মজীবী মানুষেরা। সামনে ঈদুল আজহাতেও চেনা দৃশ্যের ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য। ঈদের এই ছুটির মাঝেও বাড়তি আনন্দ দিতে পারে ফুটবল।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদরা। রান করতেই যে বেগ পেতে হচ্ছে কিউই ব্যাটারদের। উপরন্তু সফরকারীরা উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে।
২ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক সময় নিয়মিত রিশাদ হোসেন হয়ে পড়েছিলেন ‘অমাবশ্যার চাঁদ’। লাহোর কালান্দার্স একের পর এক ম্যাচ খেললেও একাদশে তাঁর জায়গা হচ্ছিল না। অবশেষে টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর গতকাল সুযোগ পেলেন।
২ ঘণ্টা আগে