Ajker Patrika

অস্ট্রেলিয়া-পরীক্ষার প্রস্তুতি শুরু সাকিবদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪: ১০
অস্ট্রেলিয়া-পরীক্ষার প্রস্তুতি শুরু সাকিবদের

জৈব সুরক্ষাবলয়ে থেকে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে শেরেবাংলার মুক্ত আকাশে সাকিব–সৌম্যরা। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। নির্ধারিত সময় সকাল ১০টার কিছু আগেই স্টেডিয়ামে চলে আসে টিম বাংলাদেশ। এসেই চিরায়ত নিয়মে আগেই উইকেট দেখে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। খানিক বাদেই অধিনায়ক মাহমুদউল্লাহও উইকেট দেখে নিয়ে কোচের সঙ্গে আলোচনা শুরু করেন। অস্ট্রেলিয়া–বধের আলোচনা। 

অনুশীলনের শুরুতেই ছোট একটা টিম মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। শুরুতেই প্রায় ১৫ মিনিট হালকা দৌড়ে গা গরম করে নেন ক্রিকেটাররা। এর পরই ফুটবল খেলে ঘাম ঝরালেন খেলোয়াড়েরা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সাবাই এই অনুশীলেন অংশ নিলেও সেখানে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। 

প্রায় ১৫ মিনিট ধরে চলে ফুটবল খেলা। এর পরই শুরু হয় মূল প্রস্তুতি। রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ওটিস গিবসন তিনটি দলে ভাগ হয়ে ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন করান। এখানে ছিলেন না মোসাদ্দেক। জানা গেছে, মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠের এক কোণে আলাদা করে উইকেটকিপিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান। প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলনের পর শুরু হয় বৃষ্টি। 

 বৃষ্টিতে আধা ঘণ্টার মতো বন্ধ থাকে অনুশীলন। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা চলে যান ইনডোরে অনুশীলনের জন্য। সেখানে বাইরের উইকেট ও ভেতরের উইকেটে অনুশীলন করেন প্রায় সবাই। এরপর শেষ হয় সাকিবদের প্রথম দিনের অনুশীলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত