Ajker Patrika

ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর হ্যারি কেইনের বাঁধভাঙা উচ্ছ্বাস

ক্রীড়া ডেস্ক    
ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন হ্যারি কেইন। ছবি: এএফপি
ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন হ্যারি কেইন। ছবি: এএফপি

গোল করা তাঁর কাছে হয়ে গেছে ডালভাত। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে কত রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু মেজর কোনো শিরোপা তাঁর কাছে হয়ে যায় ‘সোনার হরিণ’। বলা হচ্ছে এখানে হ্যারি কেইনের কথা।

বারবার শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি কেইন। অবশেষে তাঁর সেই হাহাকার ঘুচল। বায়ার্ন মিউনিখ ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগা জেতায় কেইন পেয়ে গেলেন তাঁর পরম আরাধ্য শিরোপা। স্তেদি ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বায়ার লেভারকুসেন ২-২ গোলে ড্র করেছে ফ্রাইবুর্গের বিপক্ষে। তাতে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল লেভারকুসেন। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেন তাদের হাতে দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৭৪ পয়েন্ট পাবে। সেকারণেই বায়ার্ন ২ ম্যাচ হাতে রেখে করল শিরোপা জয়ের উৎসব।

বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বুন্দেসলিগা একটি ছবি পোস্ট করেছে কেইনের। ছবিতে দেখা যাচ্ছে, ইংলিশ তারকা বুন্দেসলিগার শিরোপা ধরে আছেন। বুন্দেসলিগা ক্যাপশন দিয়েছে, ‘অবশেষে তিনি (কেইন) পেরেছেন।’ বাক্যের শেষে আবেগ ও ট্রফি দুইটা ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। বায়ার্ন মিউনিখও কেইনকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে। কেইন রাজার মতো সিংহাসনে বসে চুমুক দিচ্ছেন। আর যিনি হলেন চ্যাম্পিয়ন, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট না দিয়ে কী করে থাকতে পারেন। কেইন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন আমরা।’ আরেকটি ভিডিওতে লিখেছেন, ‘একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছি। উদযাপন করছি একসঙ্গে।’

কেইন ১৩ বছর খেলেছিলেন টটেনহামে। আর ইংল্যান্ডের হয়ে ১০ বছর খেলছেন। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি টটেনহাম। এর আগে ইএফএল কাপে ইংলিশ এই ক্লাবটি দুইবার রানার্সআপ হয়েছিল। আন্তর্জাতিক ফুটবলে ২০২১, ২০২৪ ইউরোতে শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। প্রথম শিরোপার আশায় ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান। কিন্তু কেইনের ভাগ্যে যে শিরোপা ছিলই না। ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন। বায়ার্ন তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল।

অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়—কেইনের অবশেষে এই অপবাদ ঘুচল গত রাতে। বায়ার্নের ৩৪তম বুন্দেসলিগা জয়েও তাঁর অবদান অনেক। ২৪ গোল করে এখনো পর্যন্ত ২০২৪-২৫ মৌসুমের বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে গত দুই বছরে বায়ার্নের জার্সিতে ৮৯ ম্যাচে করেছেন ৮০ গোল। অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত