টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই নোভাক জোকোভিচের দখলে। ‘অজেয়’ বলে সার্বিয়ান তারকার কাছে কিছু নেই!
নোভাক জোকোভিচ কিন্তু তা মনে করেন না। আজ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল, প্রতিপক্ষ কার্লোস আলকারাস। হার্ড কোর্টের এই ফাইনালে আলকারাসকে হারানোটাই তাঁর কাছে ‘চূড়ান্ত চ্যালেঞ্জ’। জোকোর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ।’
স্প্যানিশ আলকারাসের বিপক্ষে এ পর্যন্ত তিনবার কোর্টে সাক্ষাৎ হয়েছে জোকোভিচের। দুটিতেই জিতেছেন আলকারাস। একটিতে জোকোভিচ। জোকোভিচের সেই জয়টা গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ক্লে কোর্টের সেই ম্যাচে দুর্দান্ত লড়ছিলেন আলকারাস। কিন্তু মাঝপথে চোট পেয়ে খোঁড়াতে শুরু করেন। তৎক্ষণাৎ কোর্ট ছেড়ে চলে আসতে পারতেন। কিন্তু টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকদের কথা ভেবে চোট নিয়েই খেলা চালিয়ে যান আলকারাস। সেই হারের শোধ উইম্বলডনের ফাইনালে নিয়েছিলেন আলকারাস। সেয়ানে-সেয়ানের লড়াইয়ে সে ম্যারাথনের ম্যাচের ফাইনালে চার সেট শেষে যখন ২-২-এ সমতা, তখনই নিজের সেরাটা নিয়ে হাজির হন আলকারাস। অবিশ্বাস্য সব ড্রপ শট আর দুর্দান্ত সার্ভে পরাভূত করেন জোকোভিচকে।
তবে এবার ভিন্ন কিছুর আশা জোকোভিচের। ২৮ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। তার আগে এই ফাইনালটিকে নিজেদের যাচাইয়ে সুযোগ হিসেবেও দেখছেন জোকোভিচ, ‘হার্ডকোর্টে এটা প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের। ইউএস ওপেনের আগে এটা ভালো একটা পরীক্ষাই হবে। আমার জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এটার দিকে তাকিয়ে আছি আমি।’
সেমিফাইনালে হুবার্ট হারকেজকে হারিয়ে আলকারাস এবং আলেক্সান্দার জভেরভকে হারিয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে