কত দিন কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী ইউএস ওপেনের ফাইনালে খেলেন না! ছেলেদের বিভাগে আমেরিকান হিসেবে সবশেষ ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক, ২০০৯ সালে। মাঝখানে পেরিয়ে গেছেন ১৫টি বছর। দীর্ঘ এই সময় পর মার্কিনদের আশা নিয়ে এবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজ।
এবার এক আমেরিকান ফাইনালে যে উঠছেন, সেটি নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার মধ্য দিয়েই। শেষ চারে ফ্রিটজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আরেক আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে। গত রাতে হওয়া সেই সেমিফাইনালে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে জিতেছেন ফ্রিটজ।
সেমিফাইনালে জয়ের পর ফ্রিটজের লক্ষ্য এখন শিরোপা। বললেন, ‘(সেমিফাইনালে) নিজেকে উজাড় করে দিয়েছি। না জিতলে আজীবন আফসোস করতে হতো। ফাইনালেও আমি একইভাবে, নিজেকে নিংড়ে দিয়ে খেলতে চাই।’
ফাইনালে ফ্রিটজের প্রতিপক্ষ এই প্রজন্মের আরেক টেনিস সেনসেশন ইয়ানিক সিনার। শীর্ষ বাছাই ইতালিয়ান এই প্রতিযোগী সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন। ফ্রিটজের মতো এটি ইউএস ওপেনে প্রথম ফাইনাল সিনারেরও।
ফাইনালে উঠেই মার্কিনদের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন ফ্রিটজ। ফাইনাল জিতলে ঘোচাবেন ২১ বছরের অপেক্ষাও। ২০০৩ সালের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী যে চ্যাম্পিয়ন হতে পারেনি।
কত দিন কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী ইউএস ওপেনের ফাইনালে খেলেন না! ছেলেদের বিভাগে আমেরিকান হিসেবে সবশেষ ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক, ২০০৯ সালে। মাঝখানে পেরিয়ে গেছেন ১৫টি বছর। দীর্ঘ এই সময় পর মার্কিনদের আশা নিয়ে এবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজ।
এবার এক আমেরিকান ফাইনালে যে উঠছেন, সেটি নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার মধ্য দিয়েই। শেষ চারে ফ্রিটজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আরেক আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে। গত রাতে হওয়া সেই সেমিফাইনালে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে জিতেছেন ফ্রিটজ।
সেমিফাইনালে জয়ের পর ফ্রিটজের লক্ষ্য এখন শিরোপা। বললেন, ‘(সেমিফাইনালে) নিজেকে উজাড় করে দিয়েছি। না জিতলে আজীবন আফসোস করতে হতো। ফাইনালেও আমি একইভাবে, নিজেকে নিংড়ে দিয়ে খেলতে চাই।’
ফাইনালে ফ্রিটজের প্রতিপক্ষ এই প্রজন্মের আরেক টেনিস সেনসেশন ইয়ানিক সিনার। শীর্ষ বাছাই ইতালিয়ান এই প্রতিযোগী সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন। ফ্রিটজের মতো এটি ইউএস ওপেনে প্রথম ফাইনাল সিনারেরও।
ফাইনালে উঠেই মার্কিনদের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন ফ্রিটজ। ফাইনাল জিতলে ঘোচাবেন ২১ বছরের অপেক্ষাও। ২০০৩ সালের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী যে চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৬ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে