ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।
ফেবারিটের মতোই শুরু করেছিলেন থিয়েম। প্রথম দুই সেট জিতেও নেন। তৃতীয় সেট থেকেই পাল্টে যায় ছবি। প্রথম দুই সেটে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা আন্দুজার। শেষ তিনটি সেট রীতিমতো দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন। জয়ের পর আন্দুজার বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, দুই সপ্তাহ আগেও ফেদেরারের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। আজ (কাল) থিয়েমের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আমার কাছে উপহারের মতো। যদিও সে তার সেরা ফর্মে নেই, তবে আমার বয়সও ৩৫ হয়ে গেছে। জানি না, আর কত দিন খেলা চালিয়ে যেতে পারব।’
আন্দুজারের জয়ে এই প্রথম ফরাসি ওপেনের শুরুতেই বিদায় নিলেন থিয়েম। এই হারে কিছুটা ধাক্কা খেলেও নিজের ওপর আস্থা হারাচ্ছেন না ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে থিয়েম বলেন ‘এখনো নিজেকে নিয়ে আশাবাদী। পরেরবার আরও ভালোভাবে ফিরব।’
থিয়েম হারলেও জয় পেয়েছেন নওমি ওসাকা। দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার কাছে কোনো পাত্তাই পাননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) মারিয়া টিগকে হারিয়েছে ওসাকা।
ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।
ফেবারিটের মতোই শুরু করেছিলেন থিয়েম। প্রথম দুই সেট জিতেও নেন। তৃতীয় সেট থেকেই পাল্টে যায় ছবি। প্রথম দুই সেটে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা আন্দুজার। শেষ তিনটি সেট রীতিমতো দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন। জয়ের পর আন্দুজার বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, দুই সপ্তাহ আগেও ফেদেরারের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। আজ (কাল) থিয়েমের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আমার কাছে উপহারের মতো। যদিও সে তার সেরা ফর্মে নেই, তবে আমার বয়সও ৩৫ হয়ে গেছে। জানি না, আর কত দিন খেলা চালিয়ে যেতে পারব।’
আন্দুজারের জয়ে এই প্রথম ফরাসি ওপেনের শুরুতেই বিদায় নিলেন থিয়েম। এই হারে কিছুটা ধাক্কা খেলেও নিজের ওপর আস্থা হারাচ্ছেন না ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে থিয়েম বলেন ‘এখনো নিজেকে নিয়ে আশাবাদী। পরেরবার আরও ভালোভাবে ফিরব।’
থিয়েম হারলেও জয় পেয়েছেন নওমি ওসাকা। দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার কাছে কোনো পাত্তাই পাননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) মারিয়া টিগকে হারিয়েছে ওসাকা।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে