Ajker Patrika

৬৮ নম্বরের কাছে হারলেন বাছাইয়ের চতুর্থ থিয়েম

৬৮ নম্বরের কাছে হারলেন বাছাইয়ের চতুর্থ থিয়েম

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনেই বড় অঘটন। বাছাইয়ের ৬৮ নম্বরে থাকা পাবলু আন্দুজার প্রথম রাউন্ডেই হারিয়েছেন চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে। থিয়েমের হার ৪-৬,৫-৭, ৬-৩,৬-৪, ৬-৪ গেমে। রোলাঁ গারোঁর দুইবারের ফাইনালিস্ট এই অস্ট্রিয়ান তারকা এবারও ছিলেন শিরোপা প্রত্যাশী।

ফেবারিটের মতোই শুরু করেছিলেন থিয়েম। প্রথম দুই সেট জিতেও নেন। তৃতীয় সেট থেকেই পাল্টে যায় ছবি। প্রথম দুই সেটে পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা আন্দুজার। শেষ তিনটি সেট রীতিমতো দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছেন। জয়ের পর আন্দুজার বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, দুই সপ্তাহ আগেও ফেদেরারের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। আজ (কাল) থিয়েমের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আমার কাছে উপহারের মতো। যদিও সে তার সেরা ফর্মে নেই, তবে আমার বয়সও ৩৫ হয়ে গেছে। জানি না, আর কত দিন খেলা চালিয়ে যেতে পারব।’

আন্দুজারের জয়ে এই প্রথম ফরাসি ওপেনের শুরুতেই বিদায় নিলেন থিয়েম। এই হারে কিছুটা ধাক্কা খেলেও নিজের ওপর আস্থা হারাচ্ছেন না ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে থিয়েম বলেন ‘এখনো নিজেকে নিয়ে আশাবাদী। পরেরবার আরও ভালোভাবে ফিরব।’

থিয়েম হারলেও জয় পেয়েছেন নওমি ওসাকা। দ্বিতীয় বাছাই জাপানের এই তারকার কাছে কোনো পাত্তাই পাননি রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। সরাসরি সেটে (৬-৪,৭-৬ গেমে) মারিয়া টিগকে হারিয়েছে ওসাকা।

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত