Ajker Patrika

স্মারক নিলাম তুলে অসহায় শিশুদের পাশে ফেদেরার

স্মারক নিলাম তুলে অসহায় শিশুদের পাশে ফেদেরার

ঢাকা: অসহায় মানুষদের সহায়তা করা রজার ফেদেরারের কাছে নতুন কিছু নয়। নিজের নামে গড়েছেন ‘রজার ফেদেরার ফাউন্ডেশন’ নামের দাতব্য সংস্থা। যেটির মাধ্যমে গরিব–দুস্থদের সাহায্য করছেন। সুইস টেনিস তারকা এবার অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন অন্যভাবে। নিজের গ্র্যান্ড স্ল্যামের স্মারক নিলামে তুলছেন আফ্রিকা ও সুইজারল্যান্ডের গরিব শিশুদের শিক্ষায়।

২৩ জুন নিলামে তোলা হবে ফেদেরারের গ্র্যান্ড স্ল্যামের স্মারকগুলো। নিলামে তোলা স্মারকের মধ্যে রয়েছে বিভিন্ন টুর্নামেন্ট–জয়ের জার্সি আর র‍্যাকেট। ধারণা করা হচ্ছে, নিলামে তোলা তাঁর স্মারকের দাম ৩ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড, বাংলাদেশি টাকায় ৩ লাখ থেকে সাড়ে ৮২ লাখ টাকা। এতেও যদি পর্যাপ্ত অর্থের জোগান না হয় ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নিজের কবজিবন্ধনীসহ ছোটখাটো সরঞ্জামও নিলামে তুলতে চান।

নিলামে তোলা ফেদেরারের স্মারকের মধ্যে রয়েছে ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে পাওয়া জামা, কাপড়, র‍্যাকেট ইত্যাদি। ২০১২ সালে উইম্বলডন ফাইনালে পাওয়া কার্ডিগানও থাকছে নিলামে। ২০০৭ সালে ‘প্রিয়’ প্রতিপক্ষ রাফায়েল নাদালের বিপক্ষে উইম্বলডন ফাইনালে পাওয়া জার্সি, র‍্যাকেটের আনুমানিক দাম হতে পারে ৩০,০০০ থেকে ৫০,০০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ থেকে ৫৯ লাখ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত