চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
২ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৩ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৪ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৬ ঘণ্টা আগে