Ajker Patrika

কে হবেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ২৫
Thumbnail image

ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।

৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।’

আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্‌যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্‌যাপনে বাদ সাধেন আম্পায়ার।

টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।’

আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত