ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে