শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা।
প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।
ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’
শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা।
প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।
ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে