কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।
সতীন্দর জানিয়েছেন তার, এই শাস্তি ওঠানো না হলে কুস্তি ছেড়ে দিয়ে নিজের বিমানবাহিনীর চাকরিতেই মনোযোগ দেবেন। গত বুধবার রেফারি জগবীর সিংহকে ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর গতকাল মুখ খুলেছেন হরিয়ানার ছেলে সতীন্দর। কেন তিনি রেফারিকে আঘাত করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন। পাশাপাশি আরেক রেফারি সত্যদেব মালিকের উদ্দেশেও অভিযোগ ছুড়েছেন সতীন্দর।
এক সাক্ষাৎকারে সতীন্দর জানিয়েছেন, এই রেফারি এবং বিচারকেরা তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, ‘কুস্তিগির হিসেবে আমার খেলোয়াড়ি জীবনকেই তারা শেষ করে দিল। কোনো দিনও তাদের কাছে ক্ষমা চাইব না। বীরেন্দ্র মালিক (ফাইনাল ম্যাচের পরিচালক), সত্যদেব এবং জগবীর চক্রান্ত করে আমাকে কমনওয়েলথ গেমসে যেতে দিল না। ঘড়িতে ১৮ সেকেন্ড বাকি থাকার সময় আমি ৪-১ এগিয়ে ছিলাম। মোহিতের (সতীন্দরের প্রতিপক্ষ) কোচ রিভিউ চেয়েছিল, যা শুরুতে আমলে নেওয়া হয়নি। এরপর হঠাৎই প্রেক্ষাপট বদলে যায়। রেফারি মোহিতকে দু’পয়েন্ট দেন। আমাকে হারিয়ে দেওয়া হয়।’
কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।
সতীন্দর জানিয়েছেন তার, এই শাস্তি ওঠানো না হলে কুস্তি ছেড়ে দিয়ে নিজের বিমানবাহিনীর চাকরিতেই মনোযোগ দেবেন। গত বুধবার রেফারি জগবীর সিংহকে ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর গতকাল মুখ খুলেছেন হরিয়ানার ছেলে সতীন্দর। কেন তিনি রেফারিকে আঘাত করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন। পাশাপাশি আরেক রেফারি সত্যদেব মালিকের উদ্দেশেও অভিযোগ ছুড়েছেন সতীন্দর।
এক সাক্ষাৎকারে সতীন্দর জানিয়েছেন, এই রেফারি এবং বিচারকেরা তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, ‘কুস্তিগির হিসেবে আমার খেলোয়াড়ি জীবনকেই তারা শেষ করে দিল। কোনো দিনও তাদের কাছে ক্ষমা চাইব না। বীরেন্দ্র মালিক (ফাইনাল ম্যাচের পরিচালক), সত্যদেব এবং জগবীর চক্রান্ত করে আমাকে কমনওয়েলথ গেমসে যেতে দিল না। ঘড়িতে ১৮ সেকেন্ড বাকি থাকার সময় আমি ৪-১ এগিয়ে ছিলাম। মোহিতের (সতীন্দরের প্রতিপক্ষ) কোচ রিভিউ চেয়েছিল, যা শুরুতে আমলে নেওয়া হয়নি। এরপর হঠাৎই প্রেক্ষাপট বদলে যায়। রেফারি মোহিতকে দু’পয়েন্ট দেন। আমাকে হারিয়ে দেওয়া হয়।’
প্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২২ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২ ঘণ্টা আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে