Ajker Patrika

রেফারিকে ঘুষি মেরে নিষিদ্ধ ভারতীয় কুস্তিগির

রেফারিকে ঘুষি মেরে নিষিদ্ধ ভারতীয় কুস্তিগির

কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।

সতীন্দর জানিয়েছেন তার, এই শাস্তি ওঠানো না হলে কুস্তি ছেড়ে দিয়ে নিজের বিমানবাহিনীর চাকরিতেই মনোযোগ দেবেন। গত বুধবার রেফারি জগবীর সিংহকে ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর গতকাল মুখ খুলেছেন হরিয়ানার ছেলে সতীন্দর। কেন তিনি রেফারিকে আঘাত করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন। পাশাপাশি আরেক রেফারি সত্যদেব মালিকের উদ্দেশেও অভিযোগ ছুড়েছেন সতীন্দর। 

এক সাক্ষাৎকারে সতীন্দর জানিয়েছেন, এই রেফারি এবং বিচারকেরা তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, ‘কুস্তিগির হিসেবে আমার খেলোয়াড়ি জীবনকেই তারা শেষ করে দিল। কোনো দিনও তাদের কাছে ক্ষমা চাইব না। বীরেন্দ্র মালিক (ফাইনাল ম্যাচের পরিচালক), সত্যদেব এবং জগবীর চক্রান্ত করে আমাকে কমনওয়েলথ গেমসে যেতে দিল না। ঘড়িতে ১৮ সেকেন্ড বাকি থাকার সময় আমি ৪-১ এগিয়ে ছিলাম। মোহিতের (সতীন্দরের প্রতিপক্ষ) কোচ রিভিউ চেয়েছিল, যা শুরুতে আমলে নেওয়া হয়নি। এরপর হঠাৎই প্রেক্ষাপট বদলে যায়। রেফারি মোহিতকে দু’পয়েন্ট দেন। আমাকে হারিয়ে দেওয়া হয়।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত