দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি বীর যোদ্ধা। একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির গড়লেন ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট। দৌড়ে গড়েছেন ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড।
শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বছরই আয়োজন করা হয় পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। শুক্রবার ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টের সাত বছরে পুরোনো রেকর্ড ভেঙেছেন লেস্টার। ২০১৫ সালে ২৬.৯৯ সেকেন্ড টাইমিংয়ে আগের রেকর্ডটি ছিল ডোনাল্ড পেলম্যানের। ২০১১ সালে ব্রিটেনের শতবর্ষী ফৌজা সিং ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করলেও তার রেকর্ডটি ছিল অনানুষ্ঠানিক।
৮০ বছরের দৌড় ক্যারিয়ার লেস্টারের। ১৯৩০ সালের দিকে ছিলেন পেশাদার দৌড়বিদ । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। ফ্রান্সের নরম্যান্ডি ও বোগের লড়াইয়ে লড়েছেন বীরত্বের সঙ্গে। সার্জেন্ট পদে অবসরের পর নিয়মিত দৌড় চালিয়ে গেছেন। স্ত্রী অ্যাডেলের সঙ্গে তার ৮০ বছরের সংসার। স্ত্রীকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছেন ৪০ বছরের বেশি সময় ধরে। সেই ব্যবসার দায়িত্ব এখন তার নাতির সন্তানের হাতে।
দৌড়ের মতো স্মৃতিটাও বেশ টনটনে লেস্টারের। শতবর্ষে রেকর্ড ভাঙার পর বললেন, ‘যখন আপনি কোনো দৌড়ে নামবেন সেটা প্রথম হওয়ার হওয়ার জন্যই নামবেন। আমি জানি না মানুষ কেন দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায়।’ একই সঙ্গে জানিয়ে দিলেন ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার জন্যই আবারও এই ট্র্যাকে নামবেন তিনি!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি বীর যোদ্ধা। একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির গড়লেন ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট। দৌড়ে গড়েছেন ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড।
শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বছরই আয়োজন করা হয় পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। শুক্রবার ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টের সাত বছরে পুরোনো রেকর্ড ভেঙেছেন লেস্টার। ২০১৫ সালে ২৬.৯৯ সেকেন্ড টাইমিংয়ে আগের রেকর্ডটি ছিল ডোনাল্ড পেলম্যানের। ২০১১ সালে ব্রিটেনের শতবর্ষী ফৌজা সিং ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করলেও তার রেকর্ডটি ছিল অনানুষ্ঠানিক।
৮০ বছরের দৌড় ক্যারিয়ার লেস্টারের। ১৯৩০ সালের দিকে ছিলেন পেশাদার দৌড়বিদ । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। ফ্রান্সের নরম্যান্ডি ও বোগের লড়াইয়ে লড়েছেন বীরত্বের সঙ্গে। সার্জেন্ট পদে অবসরের পর নিয়মিত দৌড় চালিয়ে গেছেন। স্ত্রী অ্যাডেলের সঙ্গে তার ৮০ বছরের সংসার। স্ত্রীকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছেন ৪০ বছরের বেশি সময় ধরে। সেই ব্যবসার দায়িত্ব এখন তার নাতির সন্তানের হাতে।
দৌড়ের মতো স্মৃতিটাও বেশ টনটনে লেস্টারের। শতবর্ষে রেকর্ড ভাঙার পর বললেন, ‘যখন আপনি কোনো দৌড়ে নামবেন সেটা প্রথম হওয়ার হওয়ার জন্যই নামবেন। আমি জানি না মানুষ কেন দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায়।’ একই সঙ্গে জানিয়ে দিলেন ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার জন্যই আবারও এই ট্র্যাকে নামবেন তিনি!
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১ ঘণ্টা আগেবিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৪ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৪ ঘণ্টা আগে