Ajker Patrika

নৃশংসভাবে নিজেকে শেষ করলেন পাকিস্তানি খেলোয়াড়

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮: ০১
নৃশংসভাবে নিজেকে শেষ করলেন পাকিস্তানি খেলোয়াড়

স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি। 

খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। 

নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ। 

পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন। 

মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

শর্তের জালে মার্কিন চাপ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত