Ajker Patrika

নৃশংসভাবে নিজেকে শেষ করলেন পাকিস্তানি খেলোয়াড়

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮: ০১
নৃশংসভাবে নিজেকে শেষ করলেন পাকিস্তানি খেলোয়াড়

স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি। 

খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। 

নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ। 

পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন। 

মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত