স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
দেশে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির পর আগামী পরশু সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে স্বাগতিকদের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। তারপরই পাকিস্তান সফরের কথা। প্রথম অ্যাসাইনমেন্টের আগে নতুন অধিনায়ক লিটন জানিয়েছেন, কুড়ি ওভারের সংস্করণে ভালো করতে হলে ডট বলের সংখ্যা
৩৩ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
২ ঘণ্টা আগেদাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
২ ঘণ্টা আগেভুটানে মেয়েদের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে থিম্পু সিটির হয়ে গোলের দেখা পান মারিয়া মান্দা। এ ছাড়া তিনটি অ্যাসিস্ট করেন শামসুন্নাহার সিনিয়র। আজ ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণা রানি সরকার। গোল পেয়েছেন মাসুরা পারভীনও।
৩ ঘণ্টা আগে