কদিন ধরেই দলবদলের বাজারে জোর গুঞ্জন চলছিল নেইমারকে বিক্রি করতে চাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির একাধিক সাক্ষাৎকারেও সে রকম আভাস পাওয়া যাচ্ছিল। শোনা যাচ্ছিল নেইমারও পিএসজি ছাড়তে চাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সব গুঞ্জন উড়িয়ে পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি বাড়াল ২০২৭ সাল পর্যন্ত।
দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তখন ২০২৫ সাল পর্যন্ত নেইমরের সঙ্গে চুক্তি করেছিল পিএসজি। সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়বে, অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে।
নেইমারকে এনে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই ছিল প্যারিসিয়ানদের মূল লক্ষ্য। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফরাসি ক্লাবটির স্বপ্ন এখনো পূরণ করতে পারেননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। সেই মেয়াদ এখন ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেল।
নেইমারের চুক্তি নবায়নের পর স্প্যানিশ গণমাধ্যম দাবি, ব্রাজিলিয়ান তারকার এমন পদক্ষেপ সম্ভবত পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে হতাশ করবে। কারণ ফ্রেঞ্চ ক্লাবটির নেতারা নেইমারকে বিক্রি করতে আগ্রহী ছিল।
পিএসজিতে যোগ দেওয়ার পর বেশির ভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্লাবের প্রতি তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছিল। সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে পিএসজি আর নেইমারের পেছনে বিশাল অর্থ খরচ করতে চাচ্ছিল না। তাছাড়া এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করাতেও ক্লাবের ব্যয় বেড়ে গেছে। কিন্তু এত কিছুর পরও শেষপর্যন্ত পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি বাড়াল।
কদিন ধরেই দলবদলের বাজারে জোর গুঞ্জন চলছিল নেইমারকে বিক্রি করতে চাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির একাধিক সাক্ষাৎকারেও সে রকম আভাস পাওয়া যাচ্ছিল। শোনা যাচ্ছিল নেইমারও পিএসজি ছাড়তে চাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সব গুঞ্জন উড়িয়ে পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি বাড়াল ২০২৭ সাল পর্যন্ত।
দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তখন ২০২৫ সাল পর্যন্ত নেইমরের সঙ্গে চুক্তি করেছিল পিএসজি। সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়বে, অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে।
নেইমারকে এনে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই ছিল প্যারিসিয়ানদের মূল লক্ষ্য। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফরাসি ক্লাবটির স্বপ্ন এখনো পূরণ করতে পারেননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। সেই মেয়াদ এখন ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেল।
নেইমারের চুক্তি নবায়নের পর স্প্যানিশ গণমাধ্যম দাবি, ব্রাজিলিয়ান তারকার এমন পদক্ষেপ সম্ভবত পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে হতাশ করবে। কারণ ফ্রেঞ্চ ক্লাবটির নেতারা নেইমারকে বিক্রি করতে আগ্রহী ছিল।
পিএসজিতে যোগ দেওয়ার পর বেশির ভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্লাবের প্রতি তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছিল। সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে পিএসজি আর নেইমারের পেছনে বিশাল অর্থ খরচ করতে চাচ্ছিল না। তাছাড়া এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করাতেও ক্লাবের ব্যয় বেড়ে গেছে। কিন্তু এত কিছুর পরও শেষপর্যন্ত পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি বাড়াল।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৫ ঘণ্টা আগে