Ajker Patrika

পরের সপ্তাহের জন্য আমরা গোল জমা করে রেখেছি, বলছেন টেন হাগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১: ৩৭
পরের সপ্তাহের জন্য আমরা গোল জমা করে রেখেছি, বলছেন টেন হাগ

ইউরোপা লিগের ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ওমোনিয়া নিকোসিয়াকে হারাতে বেশ ঘাম ঝরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বদলি নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন স্কট ম্যাকটমনাই। এমন কঠিন জয়ে নিজের শিষ্যদের আগলে রাখলেন কোচ এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের মতে, পরের সপ্তাহের জন্য গোল জমা করেছেন তাঁর শিষ্যরা।

ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন এরিক টেন হাগ। অতিরিক্ত সময়ে ম্যাকটমনাইয়ের গোলে জিতলেও গোল নিয়ে দুশ্চিন্তা করছেন না ম্যানইউ বস। তিনি বলেছেন, ‘আমরা ইতিমধ্যে অনেক গোল করেছি। প্রতি ম্যাচে গোল করেছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখব। এ নিয়ে আমি চিন্তিত নই। আশা করি, পরের সপ্তাহের জন্য গোল জমা করে রেখেছি। খেলোয়াড়দের প্রশংসা করতেই হবে, তারা সঠিক জায়গায় ছিল।’ 

ওমোনিয়া পুরো ম্যাচে রক্ষণাত্মক খেলার কারণে নিজেদের খেলাটা কঠিন হয়েছে বলে জানিয়েছেন এরিক টেন হাগ। এমন পরিস্থিতিতেও ফুটবলাররা বেশ কিছু গোলের সুযোগ তৈরি করতে পারায় তিনি খুশি। তিনি বলেছেন, ‘রক্ষণাত্মক দলের বিপক্ষে খেলাটা সব সময় কঠিন। আমাদের প্রয়োজন ছিল দ্রুতগতিতে খেলে তাদের ওপর চাপ সৃষ্টি করা। এমন দলের বিপক্ষে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করাও খারাপ কিছু না।’ 

এ নিয়ে টানা চার ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বদলি খেলোয়াড়েরা গোল করেছেন। পুরো খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো-মার্কাশ রাশফোর্ডরা ৩৪টি শট নিয়েছেন ওমোনিয়ার বিপক্ষে। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিলেন না তাঁরা। ম্যাচে একাই ১২টি সেভ দিয়েছেন ওমোনিয়ার গোলরক্ষক ফ্রান্সিস উজোহো। তবে ৮১ মিনিটে কাসিমেরোর বদলি নামা ম্যাকটমনাইয়ের গোলটি আর সেভ করতে পারেননি তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া স্কটিশ মিডফিল্ডারের নেওয়া জোরালো শট ঠেকানোর সাধ্য ছিল না উজোহোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত