কোথায় যাবেন জাবি আলোনসো? লিভারপুল নাকি বায়ার্ন মিউনিখ? নাকি থেকে যাবেন বেয়ার লেভারকুজেনেই। উত্তরটা জানা যাবে এ মৌসুম শেষে। তবে এরই মধ্যে স্প্যানিশ কোচকে পেতে এক প্রকার ‘টানাটানি’ শুরু করেছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব।
এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ আর আলিয়েঞ্জ অ্যারেনা থেকে বিদায় নেবেন টমাস টুখেল। তাঁদের স্থলাভিষিক্ত কে হতে পারেন—সেটি নিয়েই চলছে জল্পনা। লিভারপুল ও লেভারকুজেন—দুই দলই আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় এই গ্রীষ্মে।
এ নিয়ে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা জাবি আলোনসোকে তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতা করছে লিভারপুলের সঙ্গে। আরএএন স্পোর্টকে হোয়েনেস বলেছেন, ‘লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও লেভারকুজেনের মতো বায়ার্নও এ নিয়ে কাজ করছে।’
আলোনসোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তিনি (আলোনসো) প্রমাণ করেছেন যে, তিনি বড় সময়ের জন্য কোচ হতে পারেন।’
অতীতেও বায়ার্নের যিনি মাথা ব্যথার কারণ হয়েছেন তাঁকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে ক্লাবটি। তাই এ মৌসুমে সবচেয়ে বড় ‘শত্রু’র দিকে চোখ বায়ার্নের। টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হারাতে যাচ্ছে বাভারিয়ানরা। আর সেটি আলোনসোর কারণে। এ মৌসুমে বায়ার্নকে বিধ্বস্ত করেছে লেভারকুজেন। আলোনসোর অধীনে ‘নেভারকুজেন’ তকমা ঝেড়ে ফেলে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ক্লাবটি।
এ মৌসুমে এখনো অপরাজেয় লেভারকুজেন। বুন্দেসলিগায় ২৬ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর শিষ্যরা। ১০ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে। কেবল বুন্দেসলিগাতেও নয়, প্রায় ৩৬ বছর পর উয়েফার কোনো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমে সবশেষ ও একমাত্র উয়েফা কাপ জিতেছিল লেভারকুজেন। আর জার্মান কাপ জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর তাদের শোপিসে আর কোনো প্রধান শিরোপা নেই।
এবার সেই অপেক্ষা ঘোচানোর কাছাকাছি লেভারকুজেন। বুন্দেসলিগা ডাকছে হাতছানি দিয়ে। ইউরোপা লিগে ওয়েস্ট হাম বাধা পেরোতে পারলেই ওঠে যাবে সেমিফাইনালে। আর সেখানেই দেখা হয়ে যেতে পারে লিভারপুলের দু্ই বর্তমান ও ভবিষ্যতকে। ক্লপের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
শুধু কি লিভারপুল বায়ার্ন—আলোনসোর দিকে চোখ রিয়ালেরও। তবে আপাতত সেটি হচ্ছে না। কারণ, চুক্তি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কার্লো আনচেলত্তি। তবে এরপর ঘরের ছেলেকে হয়তো ঘরে ফেরাতে উঠে পড়ে লাগবে রিয়াল।
কোথায় যাবেন জাবি আলোনসো? লিভারপুল নাকি বায়ার্ন মিউনিখ? নাকি থেকে যাবেন বেয়ার লেভারকুজেনেই। উত্তরটা জানা যাবে এ মৌসুম শেষে। তবে এরই মধ্যে স্প্যানিশ কোচকে পেতে এক প্রকার ‘টানাটানি’ শুরু করেছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব।
এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ আর আলিয়েঞ্জ অ্যারেনা থেকে বিদায় নেবেন টমাস টুখেল। তাঁদের স্থলাভিষিক্ত কে হতে পারেন—সেটি নিয়েই চলছে জল্পনা। লিভারপুল ও লেভারকুজেন—দুই দলই আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় এই গ্রীষ্মে।
এ নিয়ে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা জাবি আলোনসোকে তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতা করছে লিভারপুলের সঙ্গে। আরএএন স্পোর্টকে হোয়েনেস বলেছেন, ‘লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও লেভারকুজেনের মতো বায়ার্নও এ নিয়ে কাজ করছে।’
আলোনসোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তিনি (আলোনসো) প্রমাণ করেছেন যে, তিনি বড় সময়ের জন্য কোচ হতে পারেন।’
অতীতেও বায়ার্নের যিনি মাথা ব্যথার কারণ হয়েছেন তাঁকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে ক্লাবটি। তাই এ মৌসুমে সবচেয়ে বড় ‘শত্রু’র দিকে চোখ বায়ার্নের। টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হারাতে যাচ্ছে বাভারিয়ানরা। আর সেটি আলোনসোর কারণে। এ মৌসুমে বায়ার্নকে বিধ্বস্ত করেছে লেভারকুজেন। আলোনসোর অধীনে ‘নেভারকুজেন’ তকমা ঝেড়ে ফেলে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ক্লাবটি।
এ মৌসুমে এখনো অপরাজেয় লেভারকুজেন। বুন্দেসলিগায় ২৬ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর শিষ্যরা। ১০ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে। কেবল বুন্দেসলিগাতেও নয়, প্রায় ৩৬ বছর পর উয়েফার কোনো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমে সবশেষ ও একমাত্র উয়েফা কাপ জিতেছিল লেভারকুজেন। আর জার্মান কাপ জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর তাদের শোপিসে আর কোনো প্রধান শিরোপা নেই।
এবার সেই অপেক্ষা ঘোচানোর কাছাকাছি লেভারকুজেন। বুন্দেসলিগা ডাকছে হাতছানি দিয়ে। ইউরোপা লিগে ওয়েস্ট হাম বাধা পেরোতে পারলেই ওঠে যাবে সেমিফাইনালে। আর সেখানেই দেখা হয়ে যেতে পারে লিভারপুলের দু্ই বর্তমান ও ভবিষ্যতকে। ক্লপের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
শুধু কি লিভারপুল বায়ার্ন—আলোনসোর দিকে চোখ রিয়ালেরও। তবে আপাতত সেটি হচ্ছে না। কারণ, চুক্তি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কার্লো আনচেলত্তি। তবে এরপর ঘরের ছেলেকে হয়তো ঘরে ফেরাতে উঠে পড়ে লাগবে রিয়াল।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে