যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের তরুণ তুর্কি ওলেক্সান্দার জিনশেঙ্কো। আর্সেনালের দুই কিংবদন্তি থিয়েরে অঁরি ও সেস্ ফাব্রিগাসে মুগ্ধ হয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন আর্সেনালে খেলবেন। এবারের দলবদলের বাজারে তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বহুমুখী প্রতিভাবান জিনশেঙ্কো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৩ কোটি ১১ লাখ টাকায় গানারদের সঙ্গে চুক্তি করেছেন।
জিনশেঙ্কো গত ছয় মৌসুম কাটিয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে। নতুন মৌসুম শুরুর আগে এবার যোগ দিলেন আর্সেনালে। অবশেষে স্বপ্নপূরণ করতে পেরে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী তারকা, ‘শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে। ছোট থেকেই থিয়েরি অঁরি ও সেস্ ফাব্রিগাসের পাঁড়ভক্ত ছিলাম। তাঁদের খেলা দেখেই ক্লাবকে ভালোবেসেছি। আহা! সেই সময় আর্সেনাল কী দুর্দান্ত খেলত। আমি এত রোমাঞ্চিত যে ক্লাবের হয়ে খেলার জন্য অপেক্ষা সইতে পারছি না।’
আর্সেনালের ড্রেসিংরুমে জিনশেঙ্কো সাবেক ক্লাবের সহকারী কোচ মাইকেল আর্তেতা ও সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গও পাবেন। এ অর্থে বলা যায়, তাঁদের পুনর্মিলনী হচ্ছে এমিরেটসের ড্রেসিংরুমে। আর্তেতা বর্তমানে গানারদের প্রধান কোচ আর ম্যানসিটি সতীর্থ জেসুস কিছুদিন আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন।
ব্রিটিশ স্পোর্টস কোম্পানি অপটার পরিসংখ্যান অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে শতকরা জয়ের রেকর্ডে জিনশেঙ্কো দুই নম্বরে। যাঁরা কমপক্ষে ৫০ ম্যাচ খেলার পর দলবদল করছেন সেই তালিকাতে। জিনশেঙ্কো সিটিতে ৭৬ ম্যাচ খেলে ৬২ জয় পেয়েছেন। শতকরার হিসেবে যা ৮১ দশমিক ৬ ভাগ জয়।
শতকরা ৮২ দশমিক ১ ভাগ জয় নিয়ে এ তালিকার শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি আরিয়েন রোবেন। তিনি এই রেকর্ডটি গড়েছেন চেলসিতে খেলার সময়। তিন ও চার নম্বরে আছেন সিটির এমেরিক লাপোর্তে ও ফিল ফোডেন। আর পাঁচ নম্বরে লিভারপুলের নাবি কেইতার পর বাকি পাঁচজন ম্যানসিটির ফুটবলার। অর্থাৎ, লিগ চ্যাম্পিয়ন সিটিজেনদের আট ফুটবলার আছেন ১০ জনের এই তালিকায়।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের তরুণ তুর্কি ওলেক্সান্দার জিনশেঙ্কো। আর্সেনালের দুই কিংবদন্তি থিয়েরে অঁরি ও সেস্ ফাব্রিগাসে মুগ্ধ হয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন আর্সেনালে খেলবেন। এবারের দলবদলের বাজারে তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বহুমুখী প্রতিভাবান জিনশেঙ্কো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৩ কোটি ১১ লাখ টাকায় গানারদের সঙ্গে চুক্তি করেছেন।
জিনশেঙ্কো গত ছয় মৌসুম কাটিয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে। নতুন মৌসুম শুরুর আগে এবার যোগ দিলেন আর্সেনালে। অবশেষে স্বপ্নপূরণ করতে পেরে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী তারকা, ‘শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে। ছোট থেকেই থিয়েরি অঁরি ও সেস্ ফাব্রিগাসের পাঁড়ভক্ত ছিলাম। তাঁদের খেলা দেখেই ক্লাবকে ভালোবেসেছি। আহা! সেই সময় আর্সেনাল কী দুর্দান্ত খেলত। আমি এত রোমাঞ্চিত যে ক্লাবের হয়ে খেলার জন্য অপেক্ষা সইতে পারছি না।’
আর্সেনালের ড্রেসিংরুমে জিনশেঙ্কো সাবেক ক্লাবের সহকারী কোচ মাইকেল আর্তেতা ও সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গও পাবেন। এ অর্থে বলা যায়, তাঁদের পুনর্মিলনী হচ্ছে এমিরেটসের ড্রেসিংরুমে। আর্তেতা বর্তমানে গানারদের প্রধান কোচ আর ম্যানসিটি সতীর্থ জেসুস কিছুদিন আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন।
ব্রিটিশ স্পোর্টস কোম্পানি অপটার পরিসংখ্যান অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে শতকরা জয়ের রেকর্ডে জিনশেঙ্কো দুই নম্বরে। যাঁরা কমপক্ষে ৫০ ম্যাচ খেলার পর দলবদল করছেন সেই তালিকাতে। জিনশেঙ্কো সিটিতে ৭৬ ম্যাচ খেলে ৬২ জয় পেয়েছেন। শতকরার হিসেবে যা ৮১ দশমিক ৬ ভাগ জয়।
শতকরা ৮২ দশমিক ১ ভাগ জয় নিয়ে এ তালিকার শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি আরিয়েন রোবেন। তিনি এই রেকর্ডটি গড়েছেন চেলসিতে খেলার সময়। তিন ও চার নম্বরে আছেন সিটির এমেরিক লাপোর্তে ও ফিল ফোডেন। আর পাঁচ নম্বরে লিভারপুলের নাবি কেইতার পর বাকি পাঁচজন ম্যানসিটির ফুটবলার। অর্থাৎ, লিগ চ্যাম্পিয়ন সিটিজেনদের আট ফুটবলার আছেন ১০ জনের এই তালিকায়।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৬ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৭ ঘণ্টা আগে