তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তি উয়ে সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন জার্মানি ও হামবুর্গের সাবেক স্ট্রাইকার সিলার।
গতকাল তাঁর ক্লাব হামবুর্গ খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘উয়ে সিলারের জন্য শোকাহত হামবুর্গ। বুন্দেসলিগায় তিনিই প্রথম সর্বোচ্চ গোলদাতা। প্রিয়জনদের রেখে তিনি মারা গেছেন।’
১৯৬৬ বিশ্বকাপে সিলারের নেতৃত্বই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি। যদিও ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হেরেছিল জার্মানি। সব মিলিয়ে দেশের হয়ে ৭০-এরও বেশি ম্যাচ খেলেছেন, ৪০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর একটি ক্লাবেই কাটিয়ে দিয়েছেন গোটা ক্যারিয়ার। ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে হামবুর্গের হয়ে অভিষেক হয়। এরপর পর ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। হামবুর্গের হয়ে সিলার শেষ ম্যাচটি খেলেন ১৯৭২ সালে।
প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে গোল করেছিলেন সিলার। ২০০৪ সালে এখনো জীবিত আছেন এমন খেলোয়াড়দের নিয়ে বানানো ফিফার সর্বকালের সেরা ১২৫-এর তালিকায় সিলারকে রেখেছিলেন কিংবদন্তি পেলে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সিলারের মৃত্যুতে টুইট করেন, ‘তিনি ছিলেন অনেকের রোল মডেল। আমরা তাকে মিস করব।’ ১৯৩৬ সালে জন্ম নেওয়া সিলার খেলা ছাড়ার পর হামবুর্গের সভাপতি হয়েছিলেন। পরে আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯৮ সালে পদটি ছেড়ে দেন।
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কিংবদন্তি অলিভার কান সিলারের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘জার্মান ফুটবল এবং সেরা খেলোয়াড়দের নিয়ে ভাবলে উয়ে সিলারের নাম আসবেই।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১২ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৪ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে