রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
রালফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে চলছে নানামুখী আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হতে পারে তা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা। তবে রাংনিকের কোচিং কৌশল রোনালদো ও তাঁর সতীর্থদের অস্বস্তিতে ফেলতে পারে। এমনকি খেলোয়াড়দের ভুলের জন্য অভিনব শাস্তি দেওয়ার কাজও করে থাকেন রাংনিক। সেসব শাস্তি রোনালদোদের পছন্দ নাও হতে পারে।
নিজস্ব দর্শনে দল পরিচালনার জন্য বেশ পরিচিত রাংনিক। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় ছোট দলগুলোতে কাজ করায় তাঁর কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে কম। যেমন রাংনিক খেলোয়াড়দের নিজস্ব গাড়িতে চড়ে অনুশীলনে আসা পছন্দ করেন না। ক্লাবের কাজে তিনি ক্লাবের গাড়িতে করে আসাকেই প্রাধান্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ভুলের জন্য বিব্রতকর শাস্তিও দিয়ে থাকেন খেলোয়াড়দের। তবে সে শাস্তি কোনো খেলোয়াড় পাবে কি না তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে।
একনজরে দেখে নেওয়া যাক রাংনিকের দেওয়া উল্লেখযোগ্য শাস্তিগুলো কেমন:
১. বলে পাম্প দেওয়া, সেগুলোকে অনুশীলন মাঠে নিয়ে যাওয়া এবং এক সপ্তাহ ধরে পরিষ্কার করা।
২. একাডেমি দলকে অনুশীলন করানো।
৩. স্টেডিয়ামে ট্যুর গাইড হিসেবে কাজ করা।
৪. মাঠের ঘাস কাটা এবং অনুশীলন মাঠের দেখভাল করা।
৫. টুটু জামা (মেয়েদের ফ্রকের মতো জামা) পরে অনুশীলনে আসা।
৬. খেলোয়াড়দের পানির বোতল ভরে দেওয়া।
৭. ক্যাফেতে খাবার পরিবেশন করা এবং টেবিল পরিষ্কার করা।
৮. ক্লাবের দোকানে তিন ঘণ্টা কাজ করা।
৯. কিটম্যানের সহকারী হিসেবে কাজ করা।
১০. দলের বাসে কাজ করা।
১১. ক্লাবের স্টাফদের জন্য উপহার কিনে দেওয়া।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
২ ঘণ্টা আগে